এইত সেই ফেব্রুয়ারি!

আবু জাকারিয়া ২১ ফেব্রুয়ারি ২০১৫, শনিবার, ১০:১৫:১৮পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১১ মন্তব্য

এইত সেই ফেব্রুয়ারি!
একসাথে জড় হওয়া অনেক মানুষের একটি মাস,
ছুটে চলে যাওয়া মিছিলের একটি মাস।
রাজপথে রাজপথে স্লোগান দেয়ার একটি মাস।
দুপুরের রোদে রাজপথ দখল করার একটি মাস।
একটি একুশ তারিখের একটি মাস।

এইত সেই ফেব্রুয়ারি!
প্রতিবাদের ঝড় ওঠার একটি মাস
শত্রুর বন্দুক থেকে বুলেট ছুটে আসার একটি মাস
ভাইয়ের বুক রক্তাক্ত হওয়ার একটি মাস
তাজা প্রান মাটিতে লুটিয়ে পরার একটি মাস
রাজ পথ লাল হয়ে যাওয়ার একটি মাস।
বাতাসে বেদনা ভেসে বেড়ানোর একটি মাস
একটি একুশ তারিখের একটি মাস।

এইত সেই ফেব্রুয়ারি!
ভাষার জন্য লড়াই করার একটি মাস
নিজের ভাষা ছিনিয়ে আনার একটি মাস
কথা বলার স্বাধীনতা পাওয়ার একটি মাস
মাতৃভাষা ভালবাসার একটি মাস
একটি একুশ তারিখের একটি মাস।

এইত সেই ফেব্রুয়ারি!
পৃথিবীকে অবাক করে দেয়ার একটি মাস
সারা দুনিয়ার সম্মান এনে দেওয়ার একটি মাস
ভাষা স্বাধীনতা পাওয়ার একটি মাস
সারা জীবনের গর্বের একটি মাস।
একটি একুশ তারিখের একটি মাস।

এইত সেই ফেব্রুয়ারি!
রফিক সালাম জব্বার বরকতের একটি মাস
ভাষা শহীদের একটি মাস
পৃথিবীর সব মানুষের একটি মাস
একটি একুশ তারিখের একটি মাস।।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ