ঈদ

আলমগীর সরকার লিটন ১৭ মে ২০২১, সোমবার, ১০:৫২:২৭পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

সবাই বলছে সুবাস ঘ্রাণে
ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-
শুধু আমার ঈদ কোথায়?
কোন সে সুরের ঘ্রাণে;
মন বন্ধি- ঘর বন্ধি-
বন্ধি আলো- বাতাস;
উঠান জুড়ে পায়ে- পায়ে
ঈদ যে আমায়!

তারার জ্বল ছল চাঁদের
ফাঁকে বলো না ভাই
ঈদ মোবারক ঈদ-
আমার গায়ে হোক না
তোমার মাটির ছোঁয়া ঈদ-
দুচোখ আমার ঈদ দেখে না
রক্তাক্ত লাশ আঙ্গীনার পাশে
পরে আছে বল ঈদ কোথায়।

১৫/০৫/২১
------------

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ