আষাঢ়ে গল্প ( ২ )

আরজু মুক্তা ১৪ জুলাই ২০২১, বুধবার, ০২:৩৩:১৭অপরাহ্ন অণুগল্প ২৮ মন্তব্য

নীল আকাশ আজ কষ্টের চাদরে ঢাকা। সবাই ভাবে, মেঘ করেছে। কেউ কেউ মহা আনন্দে ক্যামেরা তাক করে থাকি। কখন বিদ্যুৎ চমকাবে। একবারও ভাবি না, আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে আকাশে। বজ্রপাত, হায়! সে তো তার হৃদয়ের করুণ চিৎকার। কষ্ট সইতে না পেরে নীল আকাশও কাঁদে। রোমান্টিক মুডে,  আমরা তার কান্নাগুলো নিয়ে হাত দিয়ে খেলার চেষ্টা করি। কেউ কারও কষ্ট বুঝি না। আধুনিকতার কঠিন মানসিকতায় ছোঁয়া এ হৃদয়। আষাঢ়ের প্রথম বৃষ্টিটা আজ অনুভব করার চেষ্টা  করলাম। গভীর শ্বাস প্রশ্বাস বিনিয়ম হলো। কান্নাগুলো গলায় এসে আটকে গেলো। তীব্র আবেগে বললাম, " ভালো থেকো প্রিয়, যতদিন দেহে নিঃশ্বাস ; ততদিন এই ভালোবাসা তোমার জন্য। "

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ