আলোকবর্ষ

শুন্য শুন্যালয় ৩ জানুয়ারি ২০১৫, শনিবার, ০৯:০১:৩৬পূর্বাহ্ন ছবিব্লগ ৭১ মন্তব্য

মাত্র তিনটি দিন। খুব বেশি দেরি কি? কি করি,আমার সবকিছুতে যে খুব দেরি হয়ে যায়।তিন দিনে রাজমহল তৈরি হয়,ভেঙ্গেও যায় কারো কারো,সময় লাট বাহাদুরের অবশ্য তাতে কিছুই যায় আসেনা। বছরের প্রথম দিন সোনেলার ই-বুক আনন্দে ভাসিয়েছে,আনন্দ দিয়েছে চির ভেজাল এড়িয়ে অকৃত্রিম শুভেচ্ছা। তবে কাউকে কিছু দিতে পারিনি।কিংবা দিয়েছি হয়তো কষ্ট,পুরনো কস্টে নতুন মোড়ক। ইচ্ছে আমার কথা শুনেও শোনেনা। ২০১৪ আমার জন্য অন্যকিছু ছিলো,জীবনমাত্রা ঘুরিয়ে দেবার মতোই অন্যরকম।অতিথি এলে বরণ তো করতেই হবে।সোনেলার হাত,মুখ,মন আছে কিনা জানিনা,তবু সোনেলা তোমার জন্য নতুন বছরে এই উপহার।সমস্ত ব্লগার,শুভাকাঙ্ক্ষীদের নতুন বছর ২০১৫র একরাশ সাজানো আলোর শুভেচ্ছা।

2

4

5

11168030_392564614281287_2213824353610359737_n

11039149_392564630947952_3729047364383982274_n
                                                                                                                                                        9
1
ছবিঃ---শুন্য শুন্যালয়, ৩১শে ডিসেম্বর,২০১৪ :p

0 Shares

৭১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ