সিনেমার স্যুটিং

দৃশ্য ১ :  বাচ্চু রাজাকারদের বাড়ী উৎসবের আমেজ । সবাই অত্যন্ত খুশী।

দৃশ্য ২ :  জেলখানা। গোলাম আজম,সাইদি , মতিউর , মুজাহিদ , সাকা রাজাকার গং মেঝেতে কম্বলের উপর বসা। মুখ খুব মলিন।
সাইদি অত্যন্ত দুঃখ কষ্ট বেদনার মুখ নিয়ে বলছে : এ কেমন অবিচার ? আমারা এত বড় বড় রাজাকারদের বাদ দিয়ে বাউচ্চার অপকর্মের রায় হবে প্রথম ? হে আল্লাহ্‌ তুমি এ কেমন অবিচার করলে আমাদের প্রতি ? আমরা তো বাউচ্চার চেয়ে খুন ধর্ষণ লুট বেশী করেছি/ সহায়তা করেছি , আমাদের বাদ দিয়ে ওর রায়টা আগে দিয়ে দিলে ? 🙁

দৃশ্য ৩ : ২০১৪ , শিশু শ্রেনীর ক্লাস রুম , পাঠ্য বই থেকে শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন।
শিক্ষক : ' বাংলাদেশে কোন যুদ্ধাপরাধীর রায় প্রথম ঘোষিত হয়েছিল ? এবং কবে ? '
ছাত্ররা : একসাথে চিৎকার করে ' বাচ্চু রাজাকার এর , ২০১৩ সনের ২১ ই জানুয়ারী । '

ইতিহাসে নাম উঠে গেল বাচ্চু রাজাকারের

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ