আর আমি

এস.জেড বাবু ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৪৫:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আর আমি !
এমনি করে দাড়িয়ে থাকা পথের শেষ প্রান্তে ,
মুখ থুবড়ে পড়া অনুভুতিহীন ডিম্বাকৃতি পাথরে ;
যে বিন্দু থেকে শুরু একরাশি জল ।

যতদুর চোখ যায় মৃদুমন্দ ঢেউ ,
নীল আকাশের প্রেমে ধবধবে জল’ কালচে হয়েছে যেখানে !
অতপর কুয়াশা ;
হয়তো সে দৃষ্টির সীমাবদ্ধতার দেয়াল পেড়িয়ে তুমি আজও হাসো।

কখনো শেষ বেলাটায়,
লালচে সূর্যের বুক ভেদ করে
খুব কাছে উড়ে আসে দুই একটি মাছরাঙা ,
শিশির উড়িয়ে ডানা ঝঁপটায় ,
ওদের কিচির-মিচিরের সাথে
কখনো তোমার সে পুরুনো হাসির সান্নিধ্য খুঁজে পাই।

আর আমি ;
একরাশি মুগ্ধতায় ফিরে যাই বর্তমানে !
জীবন তরীর হাল ধরি শক্ত হাতে ,
ঠিক যত পক্ষকাল ধরে মস্তিস্কে সজীব থাকে তোমার হাসি
আমি ভাসি -
আবারো ভাসি, আপন মনে অভিলক্ষ্যহীন অভিযাত্রায় ।

যখন চাঁদনী পশর পেড়িয়ে,
প্রকৃতি করে আঁধারে স্নান____’
আমি সে বস্ত্রহীন প্রকৃতির মাঝে লজ্জাবনত দৃস্টিতে,
সাগরের টলমলে বুকজুড়ে, আমার চাঁদের প্রতিচ্ছবি খুঁজি ।
তখনো,
কখনো মাথার ক’হাত উপড় দিয়ে
নিড়ে ফিরে একাকি শালিক ।

আমি আবারো সে হাসির শব্দ পাই নিশিপংঙ্খির ডানায়,
আকুল হয়ে দেখি অন্ধকারে শান্ত ঢেউ,
আর সে ঢেউয়ের চূড়ায় -
সদ্য উড়ে যাওয়া পাখির ডানা ঝাপটানীর রেশ
অশান্ত জলের বুকে আঁকা তোমার নিরেট বদন ,
জীবন্ত ঠোঁটের অবিরত কম্পন,
উড়নচন্ডি চুলে দখিনা হওয়ায়, মিষ্টি মিহি ঢেউয়ের দোলা -।।

এই তো বুঝি সঞ্চয় জীবনের ,
নিত্যকার স্পন্দন হৃদয়ের ,
আর, এই তো বেঁচে থাকা_____॥

-০-

ছবিঃ নেট দুনিয়া

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ