আমাকে তুই তোর মনে প্রাণে অযথা
ভাবিস না সই
আসলে তুই যা আশা করিছ আমার কাছে
আমি তার তিলকদন্ড নই!

খেয়ালে বেখেয়ালে আড়ালে আবডালে
চোখের অগোচরে
তুই যে এক অদ্ভুত নির্ভেজাল
ভালোবাসার রাজ্য চাস আমার কাছে
যার নির্মল পরশ ছোঁয়ে থাকবে তোকে
আমি তার তেমন কিছু নইরে সই!

বৃথাই ফরমায়েশ করিছ কারণে অকারণে
হৃদয়ের গোপনে তেমন কোন সুর আমার গাঁথা নেই
যার গুনগুন প্রাণ ঠোঁট বেয়ে ছুঁয়ে যাবে তোকে
সেরাম কোন গানভ্রমরা আমি নইরে সই!

আমি নিজেই এক স্বপ্নভ্রষ্ট পথের পথিক
স্বপ্নদ্রষ্টা হয়ে তোকে কিভাবে স্বপ্নের বর্নময় রাজ্য দেব,
আমার চোখের আলোকচ্ছটায় তুই
সোনালি পৃথিবী দেখবি
নারে সই আমি যে জন্মান্ধ ইতিহাসের এক পরিত্যাক্ত বই!

আমার হৃদয়রাজ্যে চিরতরে মমি হয়ে আছে হৃদয়
যার আবেগি ভুবনে আপন ও গোপনে
এক বিষাদসিন্ধু অবিরাম করে হৈচৈ
তুই অন্য কোথাও যা সই
আমি তোর মনের মতো নই!!
৩/৮/২০১৩

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ