উজ্জীবিত মুখ

সালাহউদ্দিন সালমান ২৯ জুলাই ২০১৩, সোমবার, ১০:১৯:০৭পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

মিছিলে মিছিলে শ্লোগানে শ্লোগানে
সমবেত একগানে উন্মীলিত বুক
তোর হাতে লাল আমার হাতে সবুজ
অবুঝ প্রাণও সেদিন দেখেছিলো স্বপ্ন
স্বাধীনতার উজ্জীবিত মুখ!

অন্তযাত্রায় পথ হতে পথে
রক্তে রাঙনো রঙ্গিন সরণির ধুলো কনা
ধর্ষিতার আঁচলে গোঙনীর লালা
রক্তমনা নগ্ন শরীরে স্বাধীনতাটাই ছিলো বোনা!

রুদ্ধশ্বাসে প্রাচীরের পর প্রাচীরে
অবিমুক্ত বাতাসে ছিলো মৃত্যুর আনাগোনা
নদী হলো তেপান্তর বৃষ্টি হলো ঝড়
অতপর সুনীল আকাশটাই সাজলো মুক্তিসেনা!

ধ্যানে জ্ঞানে ষোড়শী আষ্টাদর্শীর যৌবন
অকাতরে বিলিয়ে লাখো প্রাণ
লাল সবুজ পতাকা হলো কেনা;
অধীনতার শৃঙ্খল ভেঙে দৃপ্ত শপতে
সরিয়ে আধাঁরের পঙ্কিলতা
অনেক প্রাণের বলিদানে বাংলার জমিনে
তবেই এসেছে স্বাধীনতা স্বাধীনতা!

------
আমার ফেসবুক লিংক https://m.facebook.com/poet.salman

0 Shares

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ