আক্ষরিক অর্থে গভীর নষ্টালজিয়ায় কুঁকড়ে যাই
জীবন বড় অদ্ভুত তার খেয়াল বড় বিচিত্র
নিপুণ নীলিমার নির্মেঘ দুপুরে
ব্যকুল বুকে নতজানু ভালোবাসা অভিমানে কাঁদে
হে কবি;তোমার অবর্তমানে বদলে গেলো যাপিত জীবনের দৃশ্যপট
সদ্য কৌমার্য হারা নারীর মত আলুথালু পরিবেশ
ম্রিয়মান চারপাশ,সুকরুন নিস্তব্ধতা চারদিকে
তন্দ্রার মতো লেপ্টে আছে বেদনাবিধুর শোকের অন্ধকার
স্বদেশে অন্তরীক্ষে,বাতাসে,প্রাকৃতির পত্র পল্লবে
দূরে অদূরে সারি সারি উচু ইমারত ঘর বাড়ি
আকাশে ট্রাফিকবিহীন মেঘের আনাগোনা
চেতনার সমস্ত মর্মরে বাজে প্রিয় কবি হারানোর কান্না!
আনকোরা আপামর সত্তা দীন মন্দিরের দেবদূত
বুদ্ধিদীপ্ত সটান প্রানবন্ত সফেদ পোশাকে সজীব
হে প্রভু;দেশবরেণ্য কবির একেমন তিরোহিত?
সদ্য অতীত হাতড়ে বেড়াই প্রাণপণে
অস্পষ্ট লাগে সব,বেদনাকাতর স্মৃতি ফিসফিসে কয়
কাল নিরবধি মানুষতো নিমেষে মাত্র
একদিন সবাই স্মৃতি হয়ে রয়!
আজকের ঠুনকো গঠনা কালকেই ভুলে যায় বেমালুম
আশা নিরাশার দোলাচলে বাড়ে হৃদস্পন্দন
ছায়াহীন কায়া দেখা যাবেনা আদি অন্তহীন
নিস্ফলা প্রাণের জমিতে রবে তোমার বিন্দু বিন্দু প্রাণের শিহরণ;
ভালোবাসার আন্তীম প্রার্থনা
সুখে থেকো কবি পূর্ণিমা চাঁদের মতন
শাশ্বত দীপ্তিতে থেকো ঠিক উজ্জল তারার মতন!

১৭/৪/২০০৬
কবি শামসুর রাহমান কে উদ্দেশ্য করে লিখা --- কবিতাটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো!

https://m.facebook.com/poet.salman?

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ