আমার বয়স যত, সিনেমা দেখার জার্নি ঠিক তত দীর্ঘ। প্রথমে বিস্ময় ও মুগ্ধতা নিয়ে সাদাকালো টিভিতে শুক্রবারে সিনেমা দেখতাম। এরপর আসলো ডিভিডি। প্রতি ডিভিডিতে একটা করে সিনেমা। ১০ টাকায় ভাড়া পাওয়া যেত। দোকানদার সময় বেঁধে দিতো। ২৪ ঘণ্টার মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় ভাড়া দ্বিগুণ হয়ে যাবে। এভাবেই কেটে গেলো কয়েকটি বছর-
এছাড়া, ডিশ সংযোগে দেশি-বিদেশি চ্যানেলে নানা বৈচিত্রের সিনেমা দেখে কাটিয়েছি বেশ কিছু সময়। আর, সবশেষে আসলো অনলাইন মাধ্যম।

সিনেমা দেখার এই জার্নিতে কত শত সিনেমা দেখেছি, সব এখন মনেও নেই। যা আছে তার মধ্য থেকে প্রিয় ১০০ সিনেমার তালিকা করলাম।

তালিকা শুরু করেছি একটা মালায়ালাম সিনেমা দিয়ে। অবশ্য এর পিছনে বিশেষ কোন কারণ নেই। আসলে এই সিনেমাটা আগাগোড়া একটা জার্নি; বাইক জার্নি। কেরালা টু নাগাল্যান্ড। এই জার্নিটা আমার ভালো লেগেছে।

0১। Neelakasham Pachakadal Chuvanna Bhoomi (Blue Skies,  Green Waters, Red Earth) (2013) | Sameer Thahir
০২। পারফিউম (২০০৬) | টম টাইকার
০৩। The Violin Player(2016) | Bauddhayan Mukherji
০৪। দ্য পিয়ানিস্ট (২০০২) | রোমান পোলানস্কি
০৫। Bekas (2012) | Karzan Kader .
০৬। মিউসাইজ (২০১৫) | মাশুন কিরমিজিগুল
০৭। চিত্রা নদীর পারে (১৯৯৯) | তানভীর মোকাম্মেল
০৮। মাটির ময়না (২০০২)| তারেক মাসুদ
০৯। অন্তর্যাত্রা (২০০৬) | তারেক মাসুদ
১০। মৃত্তিকা মায়া (২০১৩) | গাজী রাকায়েত হোসেন
১১। পাকারাম (২০১৫) | শঙ্কর দেবনাথ
১২। রেইনকোট (২০০৪) | ঋতুপর্ণ ঘোষ
১৩। The Last Lear (২০০৭) | ঋতুপর্ণ ঘোষ
১৪। সব চরিত্র কাল্পনিক (২০০৯) | ঋতুপর্ণ ঘোষ
১৫। চালচিত্র (১৯৮১) | মৃণাল সেন
১৬। যুক্তি তক্কো আর গপ্পো (১৯৭৭) | ঋত্বিক ঘটক
১৭। Forrest Gump (1994) | Robert Zemeckis
১৮। ব্লাড ডায়মন্ড (২০০৬) | এডয়ার্ড জুইক
১৯। দ্য শশাংক রিডেম্পশন ( ১৯৯৪) | ফ্রাঙ্ক ডারাবন্ট
২০। ফাইট ক্লাব (১৯৯৯) | ডেভিড ফিঞ্চার
২১। শাটার আইল্যান্ড (২০১০) | মার্টিন স্করসেসি
২২। ক্যাচ মি ইফ ইউ ক্যান (২০০২) | স্টিভেন স্পিলবার্গ
২৩। কমরেড ইন আমেরিকা (২০১৭) | অমল নিরাদ
২৪। নাইনটি সিক্স (২০১৮) | সি. প্রেন কুনার
২৫। দিল সে (১৯৯৮) | মণি রত্নম
২৬। দেবদাস (২০০২) | সঞ্জয় লীলা বনশালি
২৭। স্বদেশ (২০০৪) | আশুতোষ গোয়ারিকর।
২৮। আন্ধাধুন (২০১৮) | শ্রীরাম রাঘবন
২৯। ইজাজত (১৯৮৭) | গুলজার
৩০। মাসুম (১৯৮২) | শেখর কাপুর
৩১। জয়যাত্রা (২০০৪) | তৌকির আহমেদ
৩২। দারুচিনি দ্বীপ (২০০৭) | তৌকির আহমেদ
৩৩। রূপকথার গল্প (২০০৬) | তৌকির আহমেদ
৩৪। অজ্ঞাতনামা (২০১৬) | তৌকির আহমেদ
৩৫। টেলিভিশন (২০১৩) | মোস্তফা সরয়ার ফারুকী
৩৬। মেড ইন বাংলাদেশ (২০০৭) | মোস্তফা সরয়ার ফারুকী
৩৭। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) | মোস্তফা সরয়ার ফারুকী
৩৮। পিঁপড়াবিদ্যা (২০১৪) | মোস্তফা সরয়ার ফারুকী
৩৯। মনপুরা (২০০৯) | গিয়াস উদ্দিন সেলিম
৪০। আয়নাবাজি (২০১৬) | অমিতাভ রেজা চৌধুরী
৪১। দীপু নাম্বার টু (১৯৯৬) | মোরশেদুল ইসলাম
৪২। ছুটির ঘণ্টা (১৯৮০) | আজিজুর রহমান
৪৩। আমার বন্ধু রাশেদ (২০১১) | মোরশেদুল ইসলাম
৪৪। ইনসেপশন (২০১০) | ক্রিস্টোফার নোলান
৪৫। এ মোমেন্ট টু রিমেম্বার (২০০৪) | জন এইচ লি
৪৬। দ্য লিপ ইয়ার(২০১০) | আনন্দ টাকার
৪৭। দা ইনভিসিবল গেস্ট (২০১৬) | অরিওল পাউলও
৪৮। দ্য নোটবুক (২০০৪) | নিক ক্যাসাভেটস
৪৯। City of God (2002) | Fernando Meirelles
৫০। মিরাকেল ইন সেল নং সেভেন(২০১৩) | লি হাওয়ান-কিং
৫১। Scent of a Woman (1992) | Martin Brest
৫২। V for Vendetta ( 2005) | James McTeigue
৫৩। মালেনা (২০০০) | জুসেপ্পে তোর্নাতোরে।
৫৪। রুম (২০১৫) | লেনি আব্রাহামসন
৫৫। শামিতাভ (২০১৫) | আর বালকি
৫৬। থ্রি ইডিয়টস (২০০৯) | রাজকুমার হিরানী
৫৭। পিকে (২০১৪)| রাজকুমার হিরানী
৫৮। তারে জামিন পার (২০০৭)| আমির খান
৫৯। রং দে বাসন্তী (২০০৬) | রাকেশ ওমপ্রকাশ মেহরা
৬০। দঙ্গল(২০১৬) | নিতেশ তিওয়ারী
৬১। রাজা হিন্দুস্তানী (১৯৯৬) | ধর্মেশ দর্শন
৬২। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (১৯৯৫)| আদিত্য চোপড়া
৬৩। Me Before You ( 2016) | Thea Sharrock
৬৪। Lucy ( 2014) | Luc Besson
৬৫। রং নাম্বার (২০০৪) | মতিন রহমান
৬৬। শ্যামল ছায়া (২০০৪) | হুমায়ূন আহমেদ
৬৭। দুই দুয়ারী (২০০০) | হুমায়ূন আহমেদ
৬৮। শ্রাবণ মেঘের দিন (১৯৯৯) | হুমায়ূন আহমেদ
৬৯। এই ঘর এই সংসার (১৯৯৬)| মালেক আফসারী।
৭০। সত্যের মৃত্যু নেই (১৯৯৬)| ছটকু আহমেদ
৭১। Charlie (2015) | Martin Prakkat
৭২। Premam (2015) | Alphonse Puthren
৭৩। লাইফ অব পাই (২০১২) | অ্যাং লি
৭৪। There Will Be Blood (2007) | Paul Thomas Anderson
৭৫। Ratsasan (2018) | Ram Kumar
৭৬। Mumbai Police (2013) | Rosshan Andrrews
৭৭। কারওয়ান (২০১৮) | আকাশ খুরানা
৭৮। উস্তাদ হোটেল (২০১২) | আনোয়ার রশিদ
৭৯। দ্য লাঞ্চবক্স (২০১৩) | রিতেশ বাটরা
৮০। মনের মানুষ (২০১০)| গৌতম ঘোষ
৮১। শঙ্খচিল (২০১৬) | গৌতম ঘোষ
৮২। চলো, লেটস গো! (২০০৮)| অঞ্জন দত্ত
৮৩। দ্য জাপানিজ ওয়াইফ (২০১০) | অপর্ণা সেন
৮৪। দ্য গ্রিন মাইল (১৯৯৯) | ফ্রাংক ড্যারাবন্ট
৮৫। কাস্ট এওয়ে (২০০০)| রবার্ট জেমেকিস
৮৬। ইনটু দ্য ওয়াইল্ড (২০০৭) | শন পেন
৮৭। দ্য বোন কালেক্টর (১৯৯৯) | ফিলিপ নয়সি
৮৮। অরণ্যের দিনরাত্রি (১৯৭০) | সত্যজিৎ রায়
৮৯। নায়ক (১৯৬৬) | সত্যজিৎ রায়
৯০। সোনার কেল্লা(১৯৭৪) | সত্যজিৎ রায়
৯১। জন অরণ্য (১৯৭৫) | সত্যজিৎ রায়
৯২। হীরক রাজার দেশে (১৯৮০) | সত্যজিৎ রায়
৯৩। আগুন্তুক (১৯৯২) | সত্যজিৎ রায়
৯৪। অন্য বসন্ত (২০১৫) | অদিতি রয়
৯৫। চতুষ্কোণ (২০১৪) | সৃজিত মুখোপাধ্যায়
৯৬। আসা যাওয়ার মাঝে (২০১৪) | আদিত্য বিক্রম সেনগুপ্ত
৯৭। The Flowers of War (2011) | Zhang Yimou
৯৮। Green Book (2018) | Peter Farrelly.
৯৯। The Master (2012) | Paul Thomas Anderson
১০০। The Pursuit of Happiness (2006) | Gabriele Muccino

 

* ফিচার ছবি অনলাইন থেকে নেওয়া। এটি  তালিকার প্রথম সিনেমার একটা দৃশ্য।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ