আমাবস্যার চাঁদ

এস.জেড বাবু ২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:৫১:৩৩পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

যদি চন্দ্র গ্রহন হতো দিনের আলোয়
গগণজুড়ে নীলের পরে নীল ,
দিগন্ত হতো তোমার ফর্শা ললাট
চন্দ্রটা হতো চিবুকের কালো তিল ।

যদি অমাবস্যায় হাসতো চাঁদের ঝিলিক
জোনাকির আলোয় সূর্য্যটা মলিন ,
রাত্রির রংয়ে সাজতো নয়ন তোমার
ঝলমলে হাসি, বাসন্তি রঙিন ।

হা.হা.হা
ভাবছো উল্টে গেছে ভাবনাগুলি আমার !
পাল্টে গেছে তোমায় নিয়ে সুর !
তবে যাওনা ছেড়ে একাকী নিশ্চুপে
দেখি যেতে পারো আরও কত্ত দুর ।

স্পর্শের সীমানার দুরে বহুদুরে তুমি
তবু মিশে আছো একান্তে আত্মায় ,
যেন ভরা পূর্ণিমায় লুকিয়ে আছে চাঁদ
যেন মিঠা জলের স্রোত সাহারায় ।

তোমার গন্ধটায় মিশে ভিষন মাদকতা
যেন নিঃশ্বাস থেকেও জ্যান্ত মরার ফাঁদ ,
একটাই তুমি, ছিলে, আছো, থাকবে
আমার আঁধার রাজ্যে আমাবস্যার চাঁদ ।

আজও ভালোবাসি, ভালোবাসার নেশায়
আসক্ত তোমার নিত্যকার ঢংয়ে ,
ভয় পেওনা ; চিনবে না কেউ তোমায়
দেয়াল জুড়ে, তোমার মুখশ্রী যে জলরংয়ে ।

-০-

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ