আবোলতাবোল

আগুন রঙের শিমুল ২৮ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১১:৩৭:০৫অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

সমুদ্র সারসেরা ক্লান্ত ডানায় খুজে ফেরে ফিরবার নীড়

সারস জানেনা ডানার কাঁপনে কাপছে তার পৃথিবীও

জানেনা সারস, তীরভূমি মাতাল বিরহে, অস্থির, অস্থির।

 অগ্নিসুতোয় গাথা দিন মাতাল অনুভবের

অগ্নিসুতোয় গাথা দিন বিরহী বুকের ডাহুকের

অগ্নিসুতোয় গাথা দিন স্বপ্নভুক ধান শালিকের

অগ্নিসুতোয় গাথা দিনেরা থাকেনা, চলে যায় দ্বিধাহীন

নিয়ে যায় তীরভূমি থেকে তারে অতিদূর ইজিয়ান পাড়ে

যেখানে অন্ধ বিনাবাদক খেলে একা বিরহ ক্লান্ত সুরে।

বিরহের তীরভূমিতে অন্ধ হোমার,খুজে ফেরে

মোহমুগ্ধ ভেনাসের কালো তিল, নোঙর ছেরার শব্দ

দাড়ের ওপর শক্ত পেশীর প্রবল প্রতাপে, পালে দুরন্ত হাওয়ারা

নিয়ে যায় স্বপ্নভুকের দেশে, দূর থেকে আরও দূরে।

আর,

এক মুহূর্তের ভালোবাসা আর

এক যোজনের ভালবাসায় কোন পার্থক্য নাই

ভালোবাসা ভালোবাসাই


0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ