আক্ষেপ পোড়া

আলমগীর সরকার লিটন ২৫ নভেম্বর ২০২০, বুধবার, ১১:৩৯:২১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

এক মুঠো আক্ষেপ মাটির বুকে জন্মেছে কখন?
বুঝার সূর্যটা উঠেনি শুধু ঘোর শূণ্য ঠোঁটে আফসোস-
শশীর গায়ে কিছু তারার মেলা ঝলমল করে
কিনতে যাব একটা তারা তবুও মুছবে না অনুতাপ
হাহাকার পাতায় ব্যথার মেঘ গুড় গুড় শব্দ;

অথচ মাটির রঙ পরিবর্তন হলো না- কান্দণ মিছিল
এ রাস্তা- সে রাস্তা শিমুল পালাশ ছেয়ে গেছে-
এতটুকু নাড়া দিয়ে উঠল না বিবেক পাড়ার প্রণয়
আক্ষেপ দেখি সবুজ ছায়ায় খরার বিলে শ্মাশান- তবুও
শান্তিটুকু আকাশ ছুঁয়া সাদা মেঘবালক আক্ষেপ পোড়া।

১০ অগ্রহায়ণ ১৪২৬, ২৫ নভেম্বর ২০
----------------------------------------

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ