সুদর্শন স্বপ্নের রকমারি আঁটসাঁট
স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে,
দেয়ালে ঝুলে থাকে একটি সরব গ্রাফিতি,
‘কষ্টে আছি—আইজুদ্দিন’
মার্জিত কৌতূহল, অকপট সারল্য,
অক্ষমতার চক্রে;

উৎকণ্ঠা উদ্বিগ্নতায় মিল-মিশ-করে
অ-নিরুপদ্রুপ দুষ্কর ঘুম দাড়িয়ে থাকে
অদৃশ্য প্ল্যাকার্ডের মত।
পৃথিবী বদলে দেয়ার স্বপ্ন দেখে দেখে
নিজেই এক তর-না-সওয়া প্রচণ্ড বদল।

প্রচণ্ড প্রতাপে কী-বোর্ড দাবালে স্বপ্নেরা
সত্যি হয়ে হাসে-না/আসে-না, দোলনা দোলার মত।
এক এক্কে এক, এক দু'গুণে দুই, এক তিন গুণে চার!!

ছবি নেটের।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ