অসমাপ্ত ছবি

মিথুন ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ১২:১৮:৫৬অপরাহ্ন কবিতা ৫২ মন্তব্য

আমার বেলাতেই রঙে তোর হেলাফেলা
শুরু করে মন নেই নেই নেই রে তোর
হারিয়ে পালিয়ে কিংবা ঠেলে ঠুলে
কে দিব্যি দিলো হত বা আহতভাগা?
সব শেষ নিঃশ্বেস বিনাশে হাতকড়া পরলো বুঝি!!
যা, ঠোঁট দুটো এঁকেছিস তাতেই খুশি;
বকবকানি পায়রা হয়ে রোজ তোকে বকে যাব।
অসহ্য সহ্য হারা হয়ে এঁকে দিবি কি
আমার বুড়িয়ে যাওয়া আঙ্গুল? আড়ি দেব জন্মান্তরের।
তোকে রাগিয়ে অনুরাগীয়ে অগ্নিমূর্তি বানিয়ে
একদিন সমাপনী হয়ে যাব, তবে তো রয়ে যাবে শুধু তারপর।
চিত্রকর, আজন্ম ধরে আঁক,
শুধু শেষবার পায়ে একটা মল এঁকে দিস। স্তব্ধতায় বড্ড ভয় রে।

এরপর অপেক্ষা নয়তো প্রতিক্ষা
কাঠঠোকরার মত খুটখুট শব্দ ঘড়ি গাছে--
অতঃপর,
তুই আমি পাশাপাশি এক দেয়ালে
দুজনই অসমাপ্ত রবো কিন্তু রবোনা।

0 Shares

৫২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ