অবাক বিষ্ময়

মনির হোসেন মমি ১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১১:০৩:৩০পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

নিমিশেই বদলে যায় মানুষ
কখনো স্বার্থের কারনে
পরিবারে,
কখনো লোভনীয় স্বর্গের আশায়
বদলে যায় তার চিরচেনা রূপ!
হিংস্রতায় ছেয়ে যায় পশুর
অধম!
নিমিশেই বদলে যায় মানুষ।

নিমিশেই বদলে যায় বিশ্ব বিবেক
কখনো মরনাস্ত্রের ধান্দায় মরিয়া
দেশে দেশে,
কখনো বিশ্ব ক্ষমতার শিখরে উঠতে,
বদলে ফেলে পৃথিবীর স্বাভাবিক ঋতু-দিক
বারুদের বায়ু দূষনে,
বদলে ফেলে পৃথিবী বেচে থাকার স্বাভাবিক উষ্ণতা!
নিমিশেই মানুষ অমানুষ হয়ে বদলে যায়,
গলা হতে ফসকে পড়ে শ্রেষ্ট্রত্বের অহংকার!
বদলে যায় মানুষ কতটা সহজে।

নিমিশেই বদলে যায় মানুষ
একটুও বুক কাপে না!!
বুলেটের আঘাতে ছিদ্র করতে
আল্লাহ,ভগবান কিংবা ঈশ্বরের ঘর!
ধর্মের মত পার্থক্য যতই থাকুক
জগৎ সৃষ্টির স্রষ্টা ঐ এক জন,
কত সহজেই মানুষ হয়ে যায়
একে অপরে কতটা পর।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ