অপেক্ষা

স্বপ্ন নীলা ৭ অক্টোবর ২০১৩, সোমবার, ০৪:৩৭:৪৯অপরাহ্ন বিবিধ ২০ মন্তব্য


মনে তাড়া ছিল বলে কাক ডাকা ভোরে ঘুম ভেঙ্গে গিয়েছিল
ভোরের হিমেল হাওয়া আমার প্রাণে জাগিয়েছিল শিহরণ
আকাশ জুড়ে ভেসে বেড়াচ্ছিল সাদা-কালো মেঘের ভেলা
আর তখনই যেন আমার মনের ভূবন জুড়ে নামছিল বৃষ্টি
দূরের কৃষ্ণচূড়া ফুলগুলো মিষ্টি হেসে বলেছিল-
”আজকে ফুল হয়ে ফুটেছি-শুধু তোমারই তরে’’
চারদিকে রঙিন ভাললাগার হাতছানি-শুধু তুমি আসবে বলেই!


তুমি অবাক হবে বলে-
ফুলদানিতে সাজিয়ে রেখেছিলাম ঝুমকো জবা আর কদম ফুল
কলাপাতাটা ভরে রেখেছিলাম দুর্বলতা আর বকুল ফুল
তুমি সন্ধার তারাভরা আকাশ দেখবে বলে-
উঠাণটাকে পরম মমতায় লেপে দিয়েছিলাম মাটিতে,
তুমি পছন্দ কর বলে-
হরেক রকমের পিঠা-পায়েস রেধেছিলাম,
তুমি তৃপ্তি করে খাবে বলেই-
মিষ্টি আম, জাম,লিচু, কাঁঠাল তুলে রেখেছিলাম,
এত ভাললাগা, ছোট আয়োজন- শুধু তুমি আসবে বলেই!


মনে আছে তোমার!
মেলা থেকে কিনে দিয়েছিলে আলতা, টিপ, কাঁচের চুড়ি আর নীল শাড়ী
বলেছিলে স্মিত হেসে-
’’এ শাড়ীতে তোমায় দেখাবে নীল পরী আর পরীরা পালাবে লজ্জায়’’।
তুমি তাকিয়ে ছিলে পলকহীন-
আমার চোখে-মুখে ভাললাগার মেঘ ছেয়ে গিয়েছিল।
তোমার হাতের ছোঁয়া লাগা-
সেই শাড়ী, চুড়ি পরেছি, আলতা দিয়েছি পায়ে আর কপালে পরেছি নীল টিপ
বেনীতে জড়িয়েছি বকুল ফুলের মালা, কাজল এঁকে দিয়েছি মায়া চোখে
বুকভরা আশা, কিছু সাজসজ্জা- শুধু তুমি আসবে বলেই !


সকালের কচি রোদ শুন্যে মিলায়, শালিকের ডানায় ভর করে আসে দুপুর
দুপুরটাকে তাড়িয়ে নেয় সাদা-কালো মেঘ, টুনটুনীর গানে নামে বিকাল।
তাকিয়ে থাকি মেঠো পথ পানে- এইতো তুমি আসবে
এক টুকরো হেসে বলবে-
” আমি নীল পরীর কত কাছে!
অভিমান ভর করেছে নীল পরীর আকাশে!
আমি ছাড়া কষ্টে ছিলে বড়!”- আরও কত না বলা কথা।
গোধূলী বেলায় ব্যাথা জাগে মনে, সন্ধা তারায় আসে আঘাত
কাজল টানা চোখে ঝর্ণা বয়ে যায়, অভিমান জমে ভালবাসায়
সব আশাগুলো শূন্যে মিলায়, একাকীত্ব নামে ভরসায়।

 

নোট: আমি লাইলী আরজুমান খানম লায়লা নামে সামু ব্লগে লিখি, সোনেলাতে “স্বপ্ননীলা নামে লিখছি

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ