কাঁদলে নাকি জল গড়ায়, অশ্রু ভেবে ভাবি
কাজলচোখে জল এলে জলের রং কী হয়?
সদ্যফোটা কাজলফুলে জ্যোৎস্না গড়ালে কী হয়?
জ্যোৎস্নাগড়ানো জলের রং দেখা যায় নাকি!
এ এক বিরামহীন ক্লান্ত জিজ্ঞাসা,

কিছু নেই অব্যর্থ ব্যর্থতা বলে,
দেখা হবে আবারও ধ্রুপদী কোন বনজ্যোৎস্নায়
নিবিড়ের আলিঙ্গনে,
আকালের কালে ছলনা বিহীন মায়াকাননে,

বন্ধ্যত্ব ও নপুংসকতার পাণ্ডুরতায় বিকারগ্রস্তের দুঃস্বপ্ন
গ্রহণ এর আলো-রাত্রি, বিদ্যুৎহুঙ্কারে
কখনোবা ঝড়-বৃষ্টি-বন্যা, পীত বসন্তের কিঠিমিঠি
আধো-ঘুম আধো-স্বপ্ন জাগরণেও কাটে দিন, কাটে রাত্রি
কাটে গ্রীষ্মের বর্ষা, শীতের বসন্ত;
তবুও থাকে
ভালোবাসার অবারিত অবিরত নিবিড় স্বপ্ন।

বারুণী স্নান শেষে মুছে গেছে অন্ধক্রোধ,
হাতে রাখা আধ ভেজা টিসু খুলে দেখ একদিন
চোখজলের ভেজাস্বপ্ন আঁকা আছে,
আঁকা আছে জ্যোৎস্নাগাথা, অদৃশ্য অমোচনীয় কালিতে,

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ