অন্তর্গত ক্ষয়

আগুন রঙের শিমুল ১৪ জুলাই ২০১৪, সোমবার, ১০:২১:০৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

 

পশ্চিম তীরে সীমান্তের এই পারে দাঁড়িয়ে শালপ্রাংশু বৃদ্ধটি
কাটাতারের বেড়া ছুঁইয়ে আসা বারুদের গন্ধে নাক কুঁচকায়
তার পেছনে দীর্ঘ মিছিল, লাশের এবং জীবন্মৃতদের।

তার বায়ে দাঁড়ানো শিশুটির পিতা নেই , মা নেই মাতৃভূমিও না
সে কখনো শোনেনি আদুরে ঘুমপাড়ানি গান
তার লুন্ঠিত শৈশব জুড়ে কেবলই ছুটে চলা
কেবল মুহুর্মুহু বিস্ফোরণ আর ধাওয়া ,ধোঁয়া, রক্তের ঘ্রাণ।

শিশুটির হাত ধরে যে নারীটি দাড়িয়ে আছে ভাবলেশহীন
লাল রঙের নকশা তার হাতে, মেহেদী নয় রক্তের দাগ
তার প্রিয়তমা ডাক শোনার জন্য কান পেতে থাকা অপেক্ষা নেই,
নিজস্ব পুরুষটির বুকের ওমে কাটানো নেই অলস দুপুর
অপেক্ষা কেবলমাত্র বোমারু বিমানের হাত থেকে বাচার জন্য
কানপেতে থাকা এয়ার রেইড সাইরেনের প্রলম্বিত সুর।

যে শিশুটি যে নারীটি যে বৃদ্ধটির স্বপ্ন নেই ,স্বজন নেই সে অংশ আমার
তাদের প্রতিটি মৃত্যু একটু একটু করে ক্ষয় করে আমাকে, প্রতিবার।

 
- ইসরায়েলী গনহত্যার প্রতিবাদ জানাই, সাথে প্রতিবাদ জানাই হামাসের ফিলস্তিনি সিভিলিয়ানদের মানব ঢাল হিসেবে ব্যাবহার করে মৃত্যুর মুখে ঠেলে দেবার ও।
হামাস এবং ইসরেল সরকার দুই পক্ষেরই যুদ্ধপরাধ ও গনহত্যার দায়ে বিচার করা হোক।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ