অনুরণনের অনুভবে

ছাইরাছ হেলাল ১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ০৯:৪২:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

 

জীবনের লেনা-দেনা

জীবনের সাথে কিছু সুঘ্রাণ-যোগফলে
ভালোলাগা/ভালোবাসা উন্মাতাল হয়, দ্বিধাচল দোলাচল এড়িয়ে
চুপিসারে ছুটে-ছুটে আসে।

নীরবে বয়ে চলে ফন্দি-আঁটা একঘেয়ে সস্তা ফাঁকা নকল সোনা বাঁধানো
দাঁতের ঝিলিক, ভান-ভণিতা আর ভোতা তর্ক-বিতর্ক ও।

ক্ষীণয়মান ক্ষয়িষ্ণু বিহ্বল জীবনের দীর্ঘায়ন হয় না।

------------------------------------------------------------------------------

অ-চেনা অ-দেখা

দূর-নিকটের মসজিদে যাওয়ার জন্য অপেক্ষা,রিক্সা বা অন্য কিছুর। তাড়া জামাতের। হাত উঁচু করে ব্যাটারি-গাড়ী থামালাম, যাবে? ঐ ঐ মসজিদে? ঘাড় ঝুঁকিয়ে সম্মতি জানালো। দ্রুত যেতে বললাম। সে অতি দ্রুত-ই গেল পাকা-হাতে। গেটে দাঁড়াতে বললে চোখে প্রশ্ন রেখে জানতে চাইলো মসজিদের সিঁড়িতে না কেন? কিছু বলার অপেক্ষা/তোয়াক্কা না করেই একটানে সিঁড়িতে দাঁড় করালো নিঃশব্দ হাসিতে। নেমে স্যান্ডেল গুটিয়ে পকেটে হাত দিয়ে ফিরে দাঁড়াতেই দেখি সে হাওয়া হয়ে যাচ্ছে দ্রুত! আমার ডাকাডাকি শুনেও না-শোনার ভান করে।

ছবি নেটের।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ