অনিচ্ছায়

এস.জেড বাবু ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:৪৭:৫৭পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

তোমরা যাকে গল্প বলো
আমি বলি তা ইতিহাস
জীবনের সাথে জীবনের যুদ্ধ
বা যুদ্ধে জীবনের আভাস

তোমরা যাকে কবিতা বলো
আমি বলি তা হাহাকার
কিছু ছিলো যার বাস্তবতায়
কিছুটা নিতান্তই নিরাকার

তোমরা যাকে গান বলো
আমি বলি লুকানো ব্যাথা
সুখের অভাব আর দুঃখের শোকে
সুরের বন্ধনে গাঁথা

তোমরা যাকে চিত্র বলো
আমি বলি সে যে হৃদয়
তুলির ছোঁয়ায় ক্যানভাসে আঁকা
আত্ম-তৃপ্তির পরাজয়

তোমরা যাকে কর্ম বলো
আমি বলি তা প্রয়োজন
বেঁচে থাকার নিরব স্বার্থে
সহনিয় সব আয়োজন

তোমরা যাকে প্রত্যাশা বলো
আমি বলি তা আলেয়া
খেয়ালে আর বেখেয়ালে
স্পর্শের বাইরে অবছায়া

তোমরা যাকে ভালোবাসা বলো
আমি বলি সর্বনাশা
যেন জেনেশুনেই মৃত্যূকূপে
ঝাঁপিয়ে পড়ার নেশা

তোমরা যাকে জীবন বলো
আমি বলি সে যে সখি
বন্ধ চোখে আর খোলা দৃষ্টিতে
আনমনে অনিচ্ছায় ও দেখি_____॥

-০-

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ