অক্ষরের শব্দ নীরবতা

ছাইরাছ হেলাল ২৫ সেপ্টেম্বর ২০১৬, রবিবার, ০৭:৫৪:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

শুনতে পাই কিছু অক্ষরের নীরব-নিঃশব্দ
আত্মহত্যার শব্দগুঞ্জন, নিশুতির প্রকাণ্ড বনে;
বিবাগী কম্পনে কাঁদে বেদনার স্তব্ধতা
বন্ধ হয় অদৃশ্যতায় চোখের পাতা,
না থামা গুঞ্জনস্রোত বয়ে যায় শিরদাঁড়া ছুঁয়ে।
পুষে রাখা শব্দাহংকার পথ হারায় উদাসীন দৃষ্টিতে,
সকাল জেগে ওঠে চা চামচের ঘূর্নীতে।

দুপুরের অগাধ রোদ্দুরের সূর্যটা ছুটে আসে হাঁ করে,
ক্লান্তির বিষণ্ণতা সাড়া শরীর জুড়ে;
রাতজাগা পাখিটি অবিকল ডেকে যায়
অহংকারী শব্দের মত ক্রমাগত প্রতিনিয়ত,
প্রতারক ব্যস্ততার জালে বাঁধা অসমাপ্ত শব্দেরা;

ছুঁয়ে ছিলাম শব্দের রাজফড়িং কোন এক অসমাপ্ত ভোরে!
শব্দশবের বিহ্বলতা পিলপিল করে হামাগুড়ি দেয়
এখনও জেগে থাকা স্বেদাপ্লুত সবুজের হৃদবন্দরে,

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ