হাইকু

মোঃ মজিবর রহমান ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০২:৫৪:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

হাইকুর সুরে লিখতে গেলাম হাইকু হলো না মোটেও। যা হবার তাই হলো!

১. মন চাই ঝরতে
কুহেলিকা মাঝ রাতে
কলিজায় ক্ষত।

২. জান যায় যায়
বৈশাখী রুষ্ট মধ্যাহ্ন
তোমার তরে।

৩. আন্দোলিত মন
বাগিচায় পুষ্প মোহিত
থালায় বাসমতি।

৪. মাটির ঘর
স্বপ্নময় রঙ্গিন যৌবন
ফসল দুলছে।

৫. চেয়ে দেখ, চেয়ে
ফুল ফসলে মাঠ
নড়ে বায়ে মুগ্ধ।

৬. ভূষিত ফুল
শোভিত মহন জীবন
দীপ জ্বলে।

৩২৬জন ২২৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ