প্রস্তাবনা পোষ্টে সকলের ব্যাপক আগ্রহ এবং উদ্দীপনা দেখে বুঝতে বাকি রইলো না সোনেলা আড্ডা সোনেলাকে কতটা প্রাণবন্ত করে তুলবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে।

প্রস্তাবনা পোষ্টের মাধ্যমে আমরা কয়েকটি সিদ্ধান্তে উপনিত হতে পেরেছিঃ
> আড্ডার বিষয়বস্তু হবে সহজ এবং শিক্ষণীয়। ফানি টপিক্সও থাকবে। রাজনীতি বিষয়টা নিয়ে কয়েকজনের আগ্রহ দেখে এই ধারণা পাওয়া যায়, রাজনীতির আলাপও হতে পারে।
> আড্ডার দিন ধার্য্য করা হয়েছে বুধ থেকে বৃহস্পতি।
> আড্ডা হবে যুক্তিযুক্ত তর্ক-বিতর্কের মাধ্যমে। কেউ ব্যক্তি আক্রমন করলে,দেশ-বিরোধী, ধর্ম বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য প্রদান করলে তাকে আড্ডা থেকে বিনা নোটিশে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
> "সোনেলায় প্রিয়মুখ" পর্ব আপাতত স্থগিত করা হলো।
> প্রতি বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতি বার রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট টপিক্সের উপর সাপ্তাহিক আড্ডা চলবে। এ পর্যন্ত পোষ্টটি সোনেলায় স্টিকি থাকবে।

যেসমস্ত ব্লগার আড্ডায় সম্মতি জ্ঞাপন করেছেন, আসুন একনজরে দেখে নেই সেই সমস্ত ব্লগারগণের তালিকাঃ
> জিশান শা ইকরাম
> হলুদ পরী সাদা নাকফুল
> বাইরনিক শুভ্র
> রাতুল
> মা মাটি দেশ
> নীলাঞ্জনা নীলা
> প্রিন্স মাহমুদ
> শুন্য শুন্যালয়
> রিমি রুম্মান
> আদিব আদনান
> অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
> শাদমান সাকিব
> খসড়া
> শিশির কনা
> স্বপ্ন
> তন্দ্রা
> লীলাবতী
> ছাইরাছ হেলাল
> বনলতা সেন
> ওয়ালিনা চৌধুরী অভি
> আবু জাঈদ
> মর্তুজা হাসান সৈকত
> তাপসকিরণ রায়

নামগুলো উল্লেখ করার অর্থ হলো ব্লগারদের আগ্রহকে সম্মান প্রদর্শন করা। তবে সোনেলা আড্ডা সবার জন্য শতভাগ উন্মুক্ত।

"সোনেলা আড্ডা" নিয়ে কারো কোন প্রশ্ন থাকলে এই পোষ্টের মন্তব্য ঘরে প্রশ্নটি করুন। সবাইকে আবারো আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী বুধবার থেকে শুরু হওয়া "সোনেলা আড্ডার" প্রথম পর্বের জন্য অগ্রিম আমন্ত্রণ জানাই। অফুরন্ত কৃতজ্ঞতা সোনেলা ব্লগ সঞ্চালকের প্রতি।

যারা প্রস্তাবনা পোষ্ট মিস করেছেন। তারা ঘুরে আসুন এই লিঙ্ক থেকে।

0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ