সভ্যতা , ভালোবাসা এবং …

নীলকন্ঠ জয় ২৮ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ০২:৩৩:০০পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

রাতের রাস্তায় এখন থেকে আবার আমায় পাবে
ফুটপাতে ছোট্ট শিশুটির পাশে, রেলস্টেশনে কিংবা সদরঘাটে,
কাকভেজা আমায় আবার ফিরে পাবে গোরস্থানে কিংবা শ্মশানে।

বাঁচতে চেয়ে ফিরে গিয়েছিলাম তোমাদের সভ্য সমাজে !
কি নিষ্ঠুর তোমরা ! ভালোবাসা বোঝ কিন্তু মন বোঝ না
যাপিত জীবনের শুভ্র পাতায় নোংড়াটুকুই খোঁজ !
যৌবনিক শিহরণও যে ভালোবাসা থেকে আসে
এই সহজ সত্যটুকু মানো না !

আমার ফুটপাতে অভিমান আছে, অল্পস্বল্প ভালবাসাও আছে
তোমাদের আলিশান গলিতে সভ্যতা আছে,
সুশীলতার ভাজে ভাজে মোড়কে মোড়ানো অফুরন্ত যৌবণ আছে,
সভ্যতার হরিলুটে লুট করে নিতে হয় কম্পিটিশন করে;
তোমাদের দেবীরা আশ্রয় দিতে জানে, প্রশ্রয় দিতে নয় !
তোমাদের ভেনাসের শরীরে মাদকতা আছে,
অফুরান যৌবনিক চাহিদাও আছে, প্রেম আছে ,
যে প্রেমে শুদ্ধ ভালোবাসাটুকুই শুধু নাই।

তাইতো ফিরে এসেছি আবার আমার সস্তা জীবনে
এখানে দুঃখ আছে, সুখও আছে অপর পিঠে
এখানে আলো আঁধারির খেলা চলে দিবারাত্রি
মেঘের আড়ালে আলোকিত সূর্য উঁকি দেয় হাসিমুখেই
এখানকার ভেনাসেরা ভালোবাসতে জানে,
আশ্রয় দিলে প্রশ্রয়ও দিতে জানে,
এখানে সভ্যতা নেই, নেই যৌবনের হরিলুট
সভ্যরাই নয় এখানে অসভ্যরাও ভালোবাসতে জানে !

রাতের রাস্তায়, রেলস্টেশনে, ফুটপাতে আবার আমায় পাবে
পরিপূর্ণ ভালোবাসার পূর্ণ অধিকারে।

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ