সুখ

খাদিজাতুল কুবরা ২৪ জানুয়ারি ২০২২, সোমবার, ০৯:২১:৪২অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

আমার অভিমানী কবি!

সেন্ড করা কবিতাটি ছাড়া ও আরেকটি কবিতা লিখেছি।

দেবার সাহস হয়নি,

ডায়েরির পাতা ছিঁড়ে রেখেছি ঠিকই।

সেখানে তোমার চোখে চোখ রেখে খসে পড়ে আমার লজ্জাবনত নাক ফুলটি!

খসে পড়ে মন বলাকার একেকটি পালক!

মিলনের তীব্র আকাঙ্খা লিখে রাখে আত্মজৈবনিক!

মৌখিক অস্বীকৃতি মানতে নারাজ বল্গাহরিণ মন।

তোমার সীমান্ত অতিক্রম করে আমি আশ্রয় খুঁজি অনন্তের বুকে।

শুধু তোমাকে মুক্তি দেব বলে,

আমি নিজেকে নিলামে তুলি নকল দলিলে।

বিশ্বাস করো তোমাকে ভালোবাসার ধৃষ্টতায় ভুগি,

তুমি পূজনীয়, অবিস্মরণীয়, মন্দিরে তোমার অধিষ্ঠা হতে পারে।

আমার লগ্নভ্রষ্টা হৃদয়,

তোমার খানিক জিরোনার ছায় হতে চায়!

শুধু রক্তজবার মতো; ফুটতে পারেনা ঠোঁটের কলি!

নিহত গোলাপের মিয়ানো পাপড়ি আমার ছলছল চোখে!

অভাগীর প্রেম সুখ তোমার শোভাযাত্রা দেখে।

আর কোনো উত্তাল প্রণয়লীলা খুঁজিনা,

তোমাকেই ভালোবাসি,

ভালোবাসি,

ভালোবাসি!

কবিতার মানসপটে যার ছবি,

সে আমার হৃদয়েশ্বর অভিমানী কবি!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ