শ্রাবণের ওই বারিধারা
আশায় থাকে মন,
প্রেমের জোয়ার আসে মনে
যেতে পুষ্প বন।
ভ্রমরের গুন গুণ দেখে তো
মনে জাগে প্রেম,
বারিধারা লাগি পদ্মা নদীর
পলিতে পড়ে হেম।
পদ্মা নদীর প্রেমে পড়ে
সময় গেছে সেই,
তুমি আমার কাছে ছিলে
আজি বুঝি নেই।
শ্রাবণের ওই রিমঝিম রিমঝিম
শব্দ মধুর গান,
প্রেমের কথা প্রেমিক বলে
জুড়ায় মন আর প্রাণ।
স্নান করে তরুলতা
শ্রাবণের ওই ঢল,
প্রেমে ব্যর্থ হলে পারে
থাকে না তার ফল।
রচনাকালঃ
১৩/০৭/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
———————-
রতির ক্ষতি
জাহাঙ্গীর আলম অপূর্ব
পরম পিতা রতির মিতা
করছে ক্ষতি সবে
আপন পরে সকলে মরে
বাড়লে অতি তবে।
জীবন খসে খারাপ রসে
হয়ে যে জ্ঞান হারা
খুশিতে যারা আত্মাহারা
প্রাণ দেয় যে সারা।
রতির যাদু শিখায় সাধু
প্রেমের কথা বলে
ভবের হাঁটে তুমি খাটে
শিক্ষা নিয়ে চলে।
সবার প্রাণে রতির টানে
আঁধার নেমে আসে
রতির খেলা রাতের বেলা
নর নারীরা ভাসে।
রতি দমন করো এমন
নইলে মরে যাবে
জীবন রথে সঠিক পথে
শাস্তি তবে পাবে।
রচনাকালঃ
০৩/০৭/২০২১
৫+৫/৫+২ মাত্রাবৃত্ত ছন্দ
৩৫১জন
২৭০জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
শ্রাবণ মাসের বৃষ্টি কারও আনন্দের কারও দুখের।
তবুও শ্রাবণের ধারা ঝরুক।
শুভ সকাল। কেমন আছেন?
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয়।
শুভকামনা রইল।।।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর হচ্ছে ছড়া কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয়।
শুভকামনা রইল।।।।।।
হালিমা আক্তার
শ্রাবণ তো যাই যাই করছে। যাওয়ার আগে আসুক না হয় অঝোর ধারায়। সুন্দর কবিতা। শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন প্রিয়।
শুভকামনা রইল।।।।।।।।