শীতের শীতে

ছাইরাছ হেলাল ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার, ১২:০৮:২৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

 

এই শীত-শীতে, মেঘলা করে-করে বৃষ্টি উঁকি দিচ্ছে,
এক্ষুণি নামবে বলে, না নামলেও; প্রচ্ছন্ন ভ্রুকুটিতে মজে আছে;

সংক্রামক যখন একান্ত কুঁড়েমিতে,
শীতের শ্বাসরোধ করে উষ্ণতায় ফেরাবে
না-কী তীব্র শীতের কাঁথা মুড়িয়ে দেবে!
শীতের আয়ুষ্কাল আন্দাজের চেষ্টা!
ভাবনার দূর প্রতিধ্বনিতে,
সোমত্ত বসন্তের প্রতিচ্ছবি।

(canadian film board এর) ডকুমেন্টারি দেখতে দেখতে
কপালে ভাঁজ ফেলে জন্ম নেবে কোন এক মহা বিস্ময়ের বসন্ত-জ্বর;

কোনও-না-কোনও ভাবে
ঝ’রে ঝ’রে পড়ে ত্রোস্ত-পাঠের গুঞ্জনের মত
ঝড়ের সংকেত, বা আচমকা অতিবৈদ্যুতিকায়,
নিবিড় বাসন্তী আঘ্রাণের বার্তা, যাতনা-ভোগ-ঋতুর শেষে।

ছবি নেটের।

৩৫৯জন ২৫৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ