শরৎ বন্দনা

মাহবুবুল আলম ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার, ০৬:৫৭:৫৫অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

তোমার কাশবনে সৌন্দর্যের রূপোলী ঢেউ
আকাশে তুলতুলে পেঁজা তুলোর মেঘ
শিউলীতলা ভরে ওঠে শিশিরভেজা ফুলে।

এই মেঘ-বৃষ্টির লুকোচুরির খেলায়
মেঘের ভেলায় উড়ে উড়ে ঘুরে ঘুরে
হারিয়ে যায় মন, অজানা দেশে
শরতের বেশে আসে ফুল, আসে পাখি
সূর্যের কোমল আভায়।

এইতো শরৎ, বাংলার রূপোলী শরৎ
কুয়াশার রমনীয় কারুকাজ
চনমনে রোদ, এঁকে দেয় রোদেলা
চুম্বন, শেফালীর শুভ্রমালা
পরিয়ে দেয় প্রিয়ার খোঁপায়।

কৃষাণ-কৃষাণীর প্রাণে ফিরে আসে গান
খুশির সোনালী ঝিলিক, ভরে ওঠে ঘর
ঝলমলে রোদের উঠোন।

শরতে সোদা মাটির ঘ্রাণে ভরে ওঠে
বাতাসের শরীর, ধানের ক্ষেতে
ডাহুকেরা ডাকে তার প্রেয়সীকে
মধুর মায়ায়।

প্রকৃতির শরৎ যাত্রায় যোগ হয়
মহা উৎসব, ধরাদামে সঙ্গী নিয়ে
বাপের বাড়ি আসে মহায়ামা,
অসুরবিনাসী শরতের দেবীর
আবাহনে ঢাকের বোলে কেঁপে ওঠে
আমাদের চারিপাশ।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress