- পরম পিতা রতির মিতা
করছে ক্ষতি সবে
আপন পরে সকলে মরে
বাড়লে অতি তবে।
- জীবন খসে খারাপ রসে
হয়ে যে জ্ঞান হারা
খুশিতে যারা আত্মাহারা
প্রাণ দেয় যে সারা।
- রতির যাদু শিখায় সাধু
প্রেমের কথা বলে
ভবের হাঁটে তুমি খাটে
শিক্ষা নিয়ে চলে।
- সবার প্রাণে রতির টানে
আঁধার নেমে আসে
রতির খেলা রাতের বেলা
নর নারীরা ভাসে।
- রতি দমন করো এমন
নইলে মরে যাবে
জীবন রথে সঠিক পথে
শাস্তি তবে পাবে।
রচনাকালঃ
০৩/০৭/২০২১
৫+৫/৫+২
১৩৯জন
৭৬জন
৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অতিরিক্ত সব কিছুই ক্ষতিকর।
শুভ কামনা 🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।
অতিরিক্ত কিছুই ভালো নয়।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
মনির হোসেন মমি
খুব ভালো লাগল উপদেশমুলক কবিতা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।
অনন্য অর্ণব
বাহ ছন্দে ছন্দে রতি দমন গীত, খুব ভালো লাগলো। আচ্ছা এই রতি দমন করতে পারলে কি বেঁচে থাকা যাবে কবি ?
জাহাঙ্গীর আলম অপূর্ব
জীবন মৃত্যু আল্লাহর হাতে।
রতি দমন করলে পাপ থেকে বাঁচা যাবে।