রতির ক্ষতি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ অক্টোবর ২০২১, রবিবার, ০৯:০২:০৬অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  • পরম পিতা রতির মিতা
    করছে ক্ষতি সবে
    আপন পরে সকলে মরে
    বাড়লে অতি তবে।
  • জীবন খসে খারাপ রসে
    হয়ে যে জ্ঞান হারা
    খুশিতে যারা আত্মাহারা
    প্রাণ দেয় যে সারা।
  • রতির যাদু শিখায় সাধু
    প্রেমের কথা বলে
    ভবের হাঁটে তুমি খাটে
    শিক্ষা নিয়ে চলে।
  • সবার প্রাণে রতির টানে
    আঁধার নেমে আসে
    রতির খেলা রাতের বেলা
    নর নারীরা ভাসে।
  • রতি দমন করো এমন
    নইলে মরে যাবে
    জীবন রথে সঠিক পথে
    শাস্তি তবে পাবে।


  • রচনাকালঃ
    ০৩/০৭/২০২১
    ৫+৫/৫+২
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ