মৃদুস্বরে হাসি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ০৭:২৫:৪০অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  • ছেলেবেলায় শুনেছি যে
    কত হাসির কথা
    সেই হাসির কি কথা বলা
    যাবে যথা'তথা।
  • মৃদু হাসি আছে মুখে
    হাসি কত প্রকার
    জনে জনে আমি বলি
    আছে হাসির আকার।
  • কারো মুখে অট্টহাসি
    কারো মুখে মৃদু
    কোন হাসিতে বলো আছে
    দৃষ্টিকারা জাদু।
  • তেমন হাসি মুখ ওই আমি
    কিনতে চাই যে তবু
    এমন হাসি মুখ'কি ধরায়
    পাওয়া যাবে কভু।
  • মৃদু হাসি মুখে আছে
    তারে লাগে ভালো,
    হোক না ধরার বুকে তিনি
    খুউব খুউব কালো।


  • রচনাকালঃ
    ০৮/০৭/২০২১
    ৪+৪/৪+২
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ