মূকপক্ষী

রিতু জাহান ১ এপ্রিল ২০১৯, সোমবার, ০৮:৩৬:৩৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

ক্ষুদিত এক মূক পক্ষী তোমাকে দেখার অপেক্ষায় ঠায় বসে রয় রাতের সকল প্রহর, দিনের প্রতিটা প্রহর, দিবা রাত্রির এই অষ্টপ্রহর

ক্ষুদিত মূক মন সে সব আকুলতায় কবিতার শব্দ খোঁজে
চোখের অতলস্পর্শে প্রগাঢ় অন্ধকারে তোমার মুখটি কখনো চেনা কখনো বড় অচেনা
স্পষ্ট দেখি আবার দেখি না।
এ মূক পক্ষী আমার মূঢ়াধমজন
তাকে দেখার আকুলতা তাই হয়না আর তোমার।
মনোমুগ্ধকর টোপর বিশেষ সে সুরের বীণা এ মূক পক্ষীর নেই
সুরে ভাসাতে পারে না যে মূকপক্ষী তার ভালবাসায় নির্লিপ্ত সুদূরত্ব বাড়ে হয়তো
গোধূলীলগ্নে দিগন্তের সাথে ঐ নীলের
নীল হারিয়ে যায়, যেমন ক্ষয়িষ্ণু চাঁদের সাথে চাঁদের আলো। তবে কি জানো, নীরব শব্দে যা কিছু প্রকাশ তা আমার ভালোবাসার মোহরূপ হ্রদ।
,,,রিতু,,, কুড়িগ্রাম।
০১.০৪.১৯.

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ