
নিজস্ব সত্ত্বার খোলস ভেঙে উছলিত আবেগের কাছেও হেরে যায় মার্জিত বুদ্ধি সকল।
উপলব্ধি হয়,
নিজ আত্মার মাঝে যে প্রাণস্পন্দন স্পস্টত তা আত্মসচেতন নয়,,
মন ও মস্তিষ্ক এ দুয়ের মাঝে সাম্য কোথাও নেই যেনো,
জীবন পরিণামের সহজ সরল পথে
মন ছন্দহারায় কেনো যে!
ভাটির জল উজান বওয়ার তপস্যায় মরে,,
কোথায় যেনো বেসুর বাজে,,
আধি-ব্যাধির বেদনাবিধুর তালে।
এই যে সাঁজ গোধূলি সাজের মেলা সন্ধ্যা রাতের মিলন মেলা
অফুরান ঘর বাঁধার খেলা,,
তবু সে ঘরে নিঃসংশয়ে হয় না প্রবেশ।
দ্বিধাহীন প্রত্যয় নিয়ে উদাত্তকণ্ঠে বড় অধিকারে হয় না বলা- ‘পাশে থাকো’
অভিযোগ অভিমান ঠোকাঠুকির
মস্ত দেয়াল বাসন্তি উঠোনজুড়ে।
সেখানে কেবল গ্রীষ্মের তাপদাহ
প্রচন্ড খরা।
,,জাহান,, রংপুর
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
অভিমান, অভিযোগ তিব্র হলে নিজ স্বত্বা বজায় রাখা কঠিন,
এমন অবস্থায় খরা স্বাভাবিক।
কবিতা কবে যে বুঝব সঠিকভাবে?
শুভ কামনা।
রিতু জাহান
ইহা কি কুবিতানি কোনো!
ভাইয়া, ইহা হইলো অলস কতাবাত্রা🙊🙈
আপনাদের দোয়ায় আমি লিখতে পারছি।
পাশে থাকবেন ভাইয়া দোয়ার হাত খুব দরকার আমার।
রিতু জাহান
ছবি দিতে পারতেছি না কেনো যে!😥😥😥
জিসান শা ইকরাম
ছবির সাইজ মনে হয় ১০০ কেবির বড়।
হালিমা আক্তার
মন আর মগজের দ্বন্দ্ব মনে হয় চিরকালের। বেশিরভাগ সময় দু’জন ভিন্ন পথে চলে। সাম্যের পথে আনা কঠিন। তবু এদের সামলে চলতে হয়। কখনো মস্তিষ্কের জয়, কখনো বা মন। শুভ কামনা রইলো।
রিতু জাহান
মন এবং মস্তিষ্ককে একই সরল রেখায় আনতে পেরেছে মনে হয় শুধু সাধু সন্ন্যাসীরা।
আমরা তো সাধারণ মানুষ।
তবু চেষ্টা অবিরত চলে একই রেখায় থাকার।
অনেক অনেক ধন্যবাদ আপু,, ভালো থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
এমনই হৃদয়ের চলা
আজীবন আশা নিরাশার দোলাচলে
নিজেকে রাখে আত্মভোলা!
সুন্দর অনুভবে অতি চমৎকার সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
অনেক অনেক ধন্যবাদ ভাই,,,,
শুভকামনা রইলো,,,
রোকসানা খন্দকার রুকু
অধিকার নিয়ে একবার বললেই হয়, পাশে থাকো! তাহলেই হয়তো থেকে যেতেও পারতো।
আমিও অলস কতাবাত্তা কইয়ে দিলাম! পানি পড়া লাগবি😄😄
রিতু জাহান
ক্যা মুই কইতে যামু? পিছলা হইতারে না?
ভালবাসলে পিছলা হইতে হয়।।
আমি করব অভিমান সে করবে আমায় আল্হাদ🙈
হে পানি পড়া দেয় না দেয় জঝাড়ফুক, তাতেই আমি অজ্ঞান।
রোকসানা খন্দকার রুকু
কেউ কেউ পারে না।
রিতু জাহান
পারে না বলেই তো হারাতে হয়,,,,
ছাইরাছ হেলাল
শ্বাপদের নিঃশব্দ চলাচলে ভীত হই, সন্ত্রস্ত ও হই,
নির্ভীক স্বপ্নেরা দুরন্ত উদ্দামে পাশে দাঁড়ায়,
আগামীর উত্তীর্ণ ছায়াচ্ছন্ন সুরভিতে।
রিতু জাহান
আমার আজকাল দুরন্তপনায় বড্ড ভয়।