মন

রিতু জাহান ২ জুলাই ২০২২, শনিবার, ০৭:৩১:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

নিজস্ব সত্ত্বার খোলস ভেঙে উছলিত আবেগের কাছেও হেরে যায় মার্জিত বুদ্ধি সকল।

উপলব্ধি হয়,

নিজ আত্মার মাঝে যে প্রাণস্পন্দন স্পস্টত তা আত্মসচেতন নয়,,

মন ও মস্তিষ্ক এ দুয়ের মাঝে সাম্য কোথাও নেই যেনো,

জীবন পরিণামের সহজ সরল পথে

মন ছন্দহারায় কেনো যে!

ভাটির জল উজান বওয়ার তপস্যায় মরে,,

কোথায় যেনো বেসুর বাজে,,

আধি-ব্যাধির বেদনাবিধুর তালে।

এই যে সাঁজ গোধূলি সাজের মেলা সন্ধ্যা রাতের মিলন মেলা

অফুরান ঘর বাঁধার খেলা,,

তবু সে ঘরে নিঃসংশয়ে হয় না প্রবেশ।

দ্বিধাহীন প্রত্যয় নিয়ে উদাত্তকণ্ঠে বড় অধিকারে হয় না বলা- 'পাশে থাকো'

অভিযোগ অভিমান ঠোকাঠুকির

মস্ত দেয়াল বাসন্তি উঠোনজুড়ে।

সেখানে কেবল গ্রীষ্মের তাপদাহ

প্রচন্ড খরা।

,,জাহান,, রংপুর

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ