বিহঙ্গিনী

পাগলা জাঈদ ৩ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৪:৫৭:০৫অপরাহ্ন বিবিধ ২০ মন্তব্য

বিহঙ্গ মুক্ত আমি, রিক্ত, সিক্ত এবং ক্লান্ত
পরাজিত একাকী সৈনিকের মত
রক্ত জমাট ক্ষতে দগদগে কালশিটে
এর মাঝে এঁকে চলি বেহায়া প্রেমের বিমুগ্ধ গদ্য।

তোমায় বলছি বিহঙ্গিনী--
কশেরুকায় যোগ করে দাও এলবাট্রস
সমুদ্র বিলাসী মুক্ত শৈবালে চাপিয়ে দাও সবটা ভার
বিষুবরেখার মাঝ বরাবর ছুঁড়ে দাও উত্তপ্ত নিঃশ্বাস
হয়তো শত বছর পর তোমার পোট্রেট দেখতে উড়ে যাব জয়নুল গ্যালারী তে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ