ফুল উপাখ্যান

তৌহিদুল ইসলাম ২৬ মার্চ ২০১৯, মঙ্গলবার, ১২:৫৮:২০অপরাহ্ন ছবিব্লগ ২৬ মন্তব্য

এই যে! এই শুনছেন?
জ্বী আমাকে বলছেন?
এখানেতো আপনি ছাড়া আর কেউ নেই, আপনাকেই বলছি।
বললাম- জ্বী বলুন?
আমার কয়েকটি ছবি তুলে দেবেন?
আমি? আমি কেন?
কারন ঐ যে বললাম, এখানে আপনি ছাড়া আর কেউ নেই তাই।
এটা কি চন্দ্রমল্লিকা?
হুম, কেন?
একটা ফুল নিতে পারি? খোঁপায় পরবো?
মুখের উপর বলে দিলাম - না!
ক্যামেরাটি দিন, আপনার ছবি তুলে দিচ্ছি।

চন্দ্রমল্লিকা

সেই প্রথম দেখা, ক্লিক ক্লিক শব্দ। পুরো উঠোনে পায়েলের মৃদু ধ্বনি। একবার এভাবে তো আরেকবার অন্যভাবে। ছবির পোজের বাহারে তাকানো যায়না তার দিকে।
বাহ! সুন্দর ফুলতো!
এটা পেঁয়াজ ফুল।
আজ প্রথম দেখলাম এই ফুল। এতো সুন্দর কেন?
বললাম কে আমি?
না, পেঁয়াজ ফুল!
মনটা খারাপ হয়ে গেলো। সুন্দরীরা বোধহয় এভাবেই মুখের উপর না বলে।

পেঁয়াজফুল

বাহ এটাও দারুনতো, টকটকে রঙ!
এটা কি ফুল?
বললাম- হলুদ পর্তুলিকা
একটা ছিঁড়ে নাকফুল বানাই? কিংবা দিননা আমার কপালের টিকলি বানিয়ে?
আমি কি তার নাগর? যত্তসব! বিরক্ত মুখে আমি সাফ না করে দিলাম। তার মুখে কি লাল আভা ছড়িয়েছিলো? কি জানি।


হলুদ পর্তুলিকা

আশ্চর্য মানুষ আপনি, একটা ফুল দিলেননা?
ফুল তাদের জায়গাতেই সুন্দর, অন্যখানে নয়। তার মুখে ঝাপটা লাগলো আমার কথাগুলি কি ?
দিন আমার ক্যামেরা দিন, চললাম।
এই যে! চলে যাচ্ছেন যে বড্ড?
নিন আমার তরফ থেকে সামান্য উপহার, একটা ডায়ন্থাস।
ফুল হাতে নিয়ে উল্টোপথে হাঁটা, কোমর দুলিয়ে কেউ হাঁটলে এত ভাললাগে আগে দেখিনিতো! প্রেমে পরলাম নাকি? ধুর! ধুর! প্রেম ট্রেমে আমি নাই।

ডায়ান্থাস

একটা ধন্যবাদও নেই, এতগুলো ছবি তুলে দিলাম!!
ফুলটা দিলেননা আবার ধন্যবাদ? সরুনতো, যান। আমি হতবাক হয়ে চেয়ে রইলাম।

ডায়ান্থাস

দুই বসন্ত পর....

এই বসন্তে আমার উঠোনে দাঁড়িয়ে পায়েচারি করছি। মৃদু ঝুম ঝুম শব্দে বুকের বাঁ পাশটা কেমন ধ্বক ধ্বক করে উঠলো। সেই পরিচিত শব্দ!!

আসতে পারি?
বললাম -ঢুকেইতো পরেছেন, অনুমতি নেয়ার দরকার মনে করলেন না?
বললাম - আপনি এখানে কেন?
কি আশ্চর্য! আমি ছবি তুলতে এসেছি, দিননা কয়েকটা ছবি তুলে। দেবেন?
বললাম- ফুলের ছবি তুলতে পারেন, তবে আপনার ছবি তুলে দেবোনা।
কেন কেন?
নাহ! ছবি তোলার পরে আবার নাকফুল চাইবেন। এই ফুল আমি কিছুতেই ছিঁড়বোনা। বড্ড বেরসিক আখ্যা দিয়ে আবার সেই মুখ ঝামটানি। অসহ্য!
তার চলে যাওয়ায় লাল আর সাদা বাগান বিলাসটা দুলে উঠলো যেন! নাকি আমার বিপি বেড়ে গেলো? মাথা ঘুরছে।


লাল এবং সাদা বাগানবিলাস

এগুলো কি ফুল? পর্তুলিকা।
বাহ! বেশ, একটা নেই? নেব?
উহ্! বিরক্তিকর।
এই আপনি যানতো। চলে যাবার শব্দে আবারও আমার বুকে মৃদু কম্পন!
নাহ! বিপিটা সত্যিই বড্ড জ্বালাতন করছে ইদানিং। কই অন্য সময়তো এরকম হয়না।

মাল্টিকালার পর্তুলিকা

দুজনে হাত ধরে হাঁটছি পাশাপাশি, এই ফুলটা খোঁপায় দিয়ে দেবে?
জিজ্ঞাসু নয়নে তাকালো- কি ফুল?
বললাম এটা লিলি, এম্যারিলিস লিলি।
আচ্ছা দাও পরিয়ে দেই।
বাহ! বেশ লাগছে।
রমনীর টোলপড়া গালের আভায় স্ফীত হাসিতে আমার বুকে হাহাকার।

এম্যারিলিস লিলি

প্রেম কি এমনই হয়! তা নাহয় মানলাম কিন্তু ছবি তুলতে এসে একেবারে বিয়ে?
ফুলের বাহানায় আমার ফাঁসিয়েছে বনলতা সেন। না হলে কি আর বাসর রাতে নিজের বাগানের নীল অপরাজিতা তার হাতে দিয়ে বলতাম- তুমিই অপরাজিতা হৃদয়হরণী।


নীল অপরাজিতা

বাবা এটা কি ফুল?
কসমস বলে এটাকে মামনি।
আর এটা?
এটা স্নোবল।
বাবা আমি নেই?
আচ্ছা নাও মা।
মেয়ের আবদারে ফুলগুলিকে গাছে রাখতে পারলামনা। এমনই হয় বুঝি? ফুলের ভালোবাসাকে আজ দ্বিধাবিভক্ত করেছি মা মেয়ের কাছে।

কসমস

স্নোবল

এই শুনছো? বাগান এই বিলাসটার পাশে ছবি তুলে দেবে?

আবার সেই ছবি? এই ছবি কি আমার পিছু ছাড়বেনা?
বাবা, দাওনা মায়ের একটা ছবি তুলে।
আচ্ছা ক্যামেরা দাও।

মাল্টিকালার বাগানবিলাস

বনলতা নেই, অনেক বছর পরে সেই ধুলোমাখা উঠোনেই দাঁড়িয়ে আছি।
বাবা? দেখো ভ্রমর এসেছে ডালিয়া ফুলে।

চশমার কাঁচদুটো পরিস্কার করে আবার লাগিয়ে নিলাম চোখে।
হুম মামনি, ভ্রমর হয়ে সে এসেছে আমাদের দেখতে। ভ্রমর কেন বাবা?
সে যে ফুল খুব ভালোবাসতো মামনি।
কে বাবা?
বিড়বিড় করে বললাম- বনলতা! নিজের দুচোখের নোনাজল লুকোতে ব্যস্ত আমি।

সাদা ডালিয়ায় ভ্রমর

প্রেম উপাখ্যান সমাপ্ত হলে কি প্রেম মরে যায়? বনলতা ফুলকে ভালোবেসে আমাকে পেয়েছিলো নাকি আমি ফুল ভালোবাসি বলে তাকে পেয়েছি সে প্রশ্ন এখন অবান্তর। সেদিনগুলিতে মিষ্টি প্রেমের সাক্ষী এই ফুলগুলো।

পর্তুলিকা

হয়তো আমি, সে কিংবা ছোট্ট মামনি কেউ থাকবোনা। শুধু লাল সবুজে মিশে থাকুক তাদের ভালোবাসাটুকু।

আমার তোলা ফুলের ছবিগুলি সেদিনের সাক্ষ্যপ্রমাণ হিসেবে সোনেলায় জমা করে গেলাম।

লাল পর্তুলিকা

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ