রূপকথারা কাঁদছে আজ ঠোঁট দুটো ফুলিয়ে
পুতুলের বাক্স ভরা গল্পরা অভিমানে চোখগুলো ফিরিয়ে
সারগাম ভুলে হারমোনিয়াম মুখ করেছে ভার
যাদুর লাঠি থমকে আছে, কেউ ছোঁবেনা আর!!!
উঠোন জুড়ে উৎসুক চোখে দেখছে সকল পাখি
এ বাড়ির পরীটার আজ হাতে কেন রাখি?
কিচিরমিচির বাচ্চাগুলো সব পালালো কেঁদে
দিচ্ছে পাড়ি বন্ধুটা কেন অন্য বাড়ির ফাঁদে?
আমিতো কই কাঁদিনাতো
পরী রবে পরীই
যেইখানেতে পা পড়বে তার
হিরক হবে সবই
দিয়ে দিচ্ছি আমার এ চাঁদ কপাল জুড়ে তোর
যেখানেই যাস জ্যোৎস্না ছড়াস
হাসি দিয়ে কান্না ভোলাস
পাশেই পাবি এই আমাকে আর আমাদের ভোর।।
Thumbnails managed by ThumbPress
১৩৯টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
কবিতা পড়ি না, টানে না কেন যেন জানি না। কিন্তু হঠাৎ হঠাৎ দু’একটা কবিতা একেবারে মনের মধ্যে শান্তির পালক ছুঁয়ে যায়।
পড়তে পড়তে মনে হলো কেউ আমায় রুপকথার গল্প শোনাতে এসে মান অভিমানের গল্প শোনালো রুপকথার ছলে…আহা…।
শুন্য শুন্যালয়
সত্যি টেনে থাকলে বুঝবো এতে রূপকথা ছিল। পরীর রূপকথারই গল্প এটা। আপনি কই পালায়ে যান ভাইয়া?
নীতেশ বড়ুয়া
সত্যিই টেনেছে, না হলে মন্তব্য করতামই না শুন্যাপু 😀
মাঝে মাঝে নিজেকে খুঁজে পেতে হারিয়ে যাই… হারাতে ভালো লাগে, যদিও পারি না হারিয়ে যেতে :p
শুন্য শুন্যালয়
মন্তব্য না করে যাবেন কই। আমার পোস্টে মন্তব্য না করলেই ভেঁপু বাজিয়ে দেব। নিজেকে খুঁজে পেতে হারায় বেশি দূর যাওয়া যাবেনা, বাড়ির এড্রেস যদ্দিন আপনার মনে থাকবে 🙂
নীতেশ বড়ুয়া
তা ঠিক, অনলাইনের ঘরবাড়ি বলতে এখন আমার আছে WhatsApp আর এই ‘সোনেলা’… ফিরতেই হচ্ছে বারেবারে 😀
ভেঁপ বাজিয়ে দিন সমস্যা নেই কিন্তু বেত আড়ালে রেখে প্লীজ :p
শুন্য শুন্যালয়
আমি বেত রাখি আপনি ক্যাম্নে জানলেন? 😀
সোনেলার এড্রেস ভুলে যাইতে দিমুনা। আমি কইলাম ডাঃ। ইলেকট্রো কনভালসিভ থেরাপী দিয়া দিমু। 🙂
নীতেশ বড়ুয়া
কাম সারসে!!! ইলেক্ট্রো ম্যাগনেটিক পালসের বেত!!!!!!!!!!!!!!! আম্মাআআআআআআআআআ…থুক্কু সোনেলাআআআআআআআআআআআআআআআআআ 😮
শুন্য শুন্যালয়
যুগে যুগে এইভাবে লাঠিতেই কথা কয় 🙂
নীতেশ বড়ুয়া
জ্বালো জ্বালো, আগুন জ্বালো, লাঠির মাথায় আগুন জ্বাল্ সেই লাঠিতে মশাল করো, জ্বালো জ্বালো, লাগুন জ্বালো :@
শুন্য শুন্যালয়
ও ভাই, এইটা একজনের বিয়ের পোস্ট। আমরা কিচ্ছু করিনাই। বিশ্বাস করেন।
নীতেশ বড়ুয়া
বিয়ে বিয়ে তাই, বিয়ে খাবার মিস নাই ;(
অরুনি মায়া
এই পৃথিবী পরী দের ভাল থাকতে দেয়না। নিমিষেই কেড়ে নেয় তার ভাল থাকার স্বপ্ন,,,,,
শুন্য শুন্যালয়
আজ আমাদের পরীর (খেয়ালী মেয়ে) জন্য সবচেয়ে আনন্দের একটা দিন। আমরা পৃথিবীর সব আনন্দটুকু প্রার্থনা করি আজ। তার সব স্বপ্ন বিধাতা পূরন করুক। -{@
অরুনি মায়া
খেয়াল মেয়ে কি তবে আজ নতুন জীবন শুরু করতে যাচ্ছে?
শুন্য শুন্যালয়
হ্যাঁ আপু।
অরুনি মায়া
শুভ কামনা জানাবেন প্লিজ আমার পক্ষ থেকে -{@ (3
শুন্য শুন্যালয়
অবশ্যই, আর পরী ফিরেই সব জেনে যাবে। তবে ভয়ে ভয়ে আছি, বিনা অনুমতিতে পোস্ট দিয়েছি বলে। আমার প্রিয় পরী অবশ্য রাগ করতে পারেনা। 🙂
অরুনি মায়া
না না রাগ করবে কেন। আমরা সবাই তাকে শুভ কামনা জানাচ্ছি। অবশ্যই সে রাগ করবেনা,,,,
শুন্য শুন্যালয়
না করবেনা। আমাকে অনেক ভালোবাসার সুযোগ টা নিয়ে নিলাম। শুভকামনা সবটুকু পৌঁছে দিলাম আপু। -{@
অরুনি মায়া
🙂
লীলাবতী
আমাদের পরীর আজ বিয়ে? আলহামদুলিল্লাহ 🙂 \|/
শুন্য শুন্যালয়
আলহামদুলিল্লাহ। তা ম্যাডাম আপনি কি লুকিয়ে লুকিয়েই করবেন ঠিক করেছেন?
নীতেশ বড়ুয়া
নতুন জীবন শুরুর জন্য অনেক অনেক শুভেচ্ছা পরী মেয়ের জন্য 😀 -{@ (3 -{@
শুন্য শুন্যালয়
সব অভিনন্দন জমা করে পৌঁছে দিচ্ছি সঙ্গে আপনার দাঁতাল হাসি -{@
নীতেশ বড়ুয়া
সেই সাথে নতুন জীবন শুরুর আসরে \|/ :T টুকুও কিন্তু :p
শুন্য শুন্যালয়
নৃত্য এবং চা জমা রাখুন। চান্স পাইলেই নাঁচতে চান। পরী ফিরে আসুক। তারপর যা করার কইরেন। 🙂
নীতেশ বড়ুয়া
জমা রাখতে রাখতে ২০১৫ শেষ হয়ে গেলো কিন্তু মডুরা এখনো জমাট আড্ডার আয়োজন করলোই না। এ যেন আরো এক রুপকথা ;(
শুন্য শুন্যালয়
ভালো হইছে। আমি ছাড়া আড্ডা না দিলেই খুশি 😀
মডুর মাথায় আচ্ছা করে কয়টা বাড়ি দেন, CDMKB বলে আড্ডার আয়োজন করে ফেলবে। রূপকথা ডিজিটাল হয়ে যাবে 🙂
নীতেশ বড়ুয়া
CDMACBহয়ে গেসে এখন ^:^
শুন্য শুন্যালয়
CDMACB এইটা আবার কি জিনিস ভাউ?
নীতেশ বড়ুয়া
ছাইড়া দে মা, আড্ডা ছাইড়া বাঁচি ;(
শুন্য শুন্যালয়
আমি দেশে এলে মডুদের খবরই আছে। আড্ডা দিবেনা মানে!! এখন আপনাদের কান্না দেখতে আমার খারাপ লাগছে না 😀
নীতেশ বড়ুয়া
^:^ :@ (9)
শুন্য শুন্যালয়
😀 নাহ, আপনার দুঃখ দেখে ম্যালা দুক্ষু হচ্ছে, এবার মডুকে ধরতেই হবে জোরসে। লাগে রাহো।
নীতেশ বড়ুয়া
লাগে রাহো CDMKB MBBS :D)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমিতো কই কাঁদিনাতো
পরী রবে পরীই
যেইখানেতে পা পড়বে তার
হিরক হবে সবই
দিয়ে দিচ্ছি আমার এ চাঁদ কপাল জুড়ে তোর
যেখানেই যাস জ্যোৎস্না ছড়াস
হাসি দিয়ে কান্না ভোলাস
পাশেই পাবি এই আমাকে আর আমাদের ভোর।।
আফসোস!আমি কেনো পরী হলাম না -{@
জিতে রহ পরী আপু খেয়ালী মেয়ে হয়ে আমাদের ছোট পরিবার সোনেলায়। -{@
অরণ্য
মনির ভাই, আফসোস করছেন কেন? পরীর জায়গা পরীর। আপনারও যে একটা জায়গা আছে; মনির ভাই -এর! সেই বা কম কিসে? আমরা আমাদের জায়গাগুলো কম দেখি কেন? আপনিই হয়তো কারও কাছে সুপার হিরো, রাজকুমার হয়তো কোন পরীর কাছে! 🙂
শুন্য শুন্যালয়
থ্যাঙ্কস অরণ্য, আমি এতো সুন্দর করে বলতে পারতাম না 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ মনির ভাই। পরীর জন্য অনেক দোয়া করবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম অবশ্যই -{@
নুসরাত মৌরিন
পরী ভাল থাকুক…।খুব খুউব ভাল থাকুক।
কবিতাটা মনটাকে কোথায় যেন ছুঁয়ে গেল…।মন ভাল নেই কিন্তু কবিতাটা পড়ে ভাল লাগলো…।
শুন্য শুন্যালয়
আমার মনটাও খারাপ ছিলো, পরীর বিয়ের দিন একদম ঝকঝকে। হতেই হবে, তাইনা?
মন কেন খারাপ মৌরিন, আমরা আছিনা! বলে ফেলো তুড়িতে ভালো হয়ে যাবে।
নুসরাত মৌরিন
🙂
বড় হয়ে গেলে মনে হয় মন খারাপের কারণ বলা যায় না। কত কত কারনেই তো মন খারাপ হয়।
পরী আপু ভাল থাকুক।খুব খুব খুব ভাল থাকুক।
এক আকাশ শুভকামনা তার জন্য।
নুসরাত মৌরিন
আচ্ছা ভাল কথা।
পরী আপু কি তার ড্যামিসকে খুঁজে পেল তাহলে?
খুব দেখতে ইচ্ছে করছে পরী আপু আর তার ড্যামিশকে। 🙂
তাদের জন্য ফুল ফুল আর ফুল…। -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
হ্যাঁ আপু এটা ঠিক বলেছ, আরেকটা সত্যি এড করি। বিয়ের পর আমাদের বলার পরিধি আরো ছোট হয়ে যাবে। 🙁 ভাইয়াকে ড্যামিশ বলার পার্মিশন আমরা চাইবোই, প্রয়োজনে হরতাল। পরী অনেক অনেক ভালো থাকবে ইনশাআল্লাহ। তুমিও ভালো থেকো আপু।
অরণ্য
পরীর জন্য অনেক শুভ কামনা। পরীর বিয়ে ব্যাপারটা খুব মজার। যদি এমন হতো রূপকথার কোন পরীর বিয়ের আসর বসেছে কোন এক পূর্ণিমায়! আসর বসেছে কোন এক গভীর অরণ্যে। বনের সবাই কি হৈ-হুল্লোড়! রাজকুমার আসবে সবাই প্রতীক্ষায়। হুতোম পেঁচাও আজ যোগ দিয়েছে এই নৃত্য, গানা বাজনায় – পরীকে আশীর্বাদ জানাতে। দারুন মজা হতো পিঁপড়েদের কানাকানি। “পরী এত সুন্দর!” ওদের জানাই ছিল না। সবাই এক সাথে “ওয়াও”! 😮 তারপরে এলো রাজকুমার। বাজাও বাদ্য, সুর তোলো আবার। তারপর হাসতে হাসতে বিদায়। কেউবা দিল পরীর কপালে ছোট্ট একটি চুম। এর দাম কেউ জানে না – পরীও না। ভোর হবার আগেই আসর শেষ। এবার ভোর এলো ঠিক, কিন্তু পাখিরা যেন গান ভুলে গেল, শিশির কণা ভুলে গেল আলোর প্রতিসরন! এ অরণে সবই আছে ঠিক, শুধু একটি জায়গায় শুন্যতা। পরীকে কেউ দেখছে না কেন?
পরীর আলোয় আজ উজ্জ্বল ঐ সে দূরের বন।
ঐখানে আজ দারুন খুশি – খুশি সকল প্রাণ। 🙂
হ্যাঁ ঠিক তাই।
আজ সত্যিই দারুন দিন। আজ আমার পরীটারও জন্মদিন।
শুন্য শুন্যালয়কে কিছু কি বলবো?
দারুন লিখেছেন। আপনাকে মানায়ও ঠিক এমন করেই। 🙂
জিসান শা ইকরাম
আপনার পরীরও জন্মদিন অরণ্য ভাই?
শুভ হোক জন্মদিন
পরী মা বড় হয়ে বাবার স্বপ্ন পূরণ করুক -{@
অনেক আদর আপনার পরী মা কে।
শুন্য শুন্যালয়
অরণ্য বলেছিলেন কোন মন্তব্যে যেন, তার মেয়ের নাম রাইদা, সুন্দর না জিসান ভাইয়া?
রাইদার জন্য আমাদের সবার শুভকামনা পৌঁছে দেবেন অরণ্য।
জিসান শা ইকরাম
রাইদা নামটা এই প্রথম শুনলাম
খুবই সুন্দর নাম
ব্যাস্ততায় আসলে সব মন্তব্য পড়তে পারিনা।
অরণ্য
থ্যাঙ্কস জিসান ভাই। 🙂
নীলাঞ্জনা নীলা
অরণ্য ভাইয়া আপনার পরীর জন্মদিন আজ। শুভ জন্মদিন পরী মামনি। ইস ভুলে গেছিলাম, আমায় বলেছিলেন তো ১০ সেপ্টেম্বর। পরীকে নিয়ে পোষ্ট চাই+ছবি। খুব তাড়াতাড়ি।
শুন্য শুন্যালয়
পরীকে নিয়ে পোষ্ট চাই+ছবি। খুব তাড়াতাড়ি। একমত একমত। তাড়াতাড়ি দেবেন কিন্তু অরণ্য, আপনি বেশি অলস।
অরণ্য
নীলা আপু এন্ড শুন্যঃ
আমার তাড়াতাড়ির কোথায় যেন গোলমাল লেগেছে। আমি জানি ঠিক হয়ে যাবে, তবুও একটু দৌড়ের উপরে আছি। হুম! রাইদাকে নিয়ে পোস্ট দেব। থ্যাঙ্কস। 🙂
নীলাঞ্জনা নীলা
অপেক্ষায় রইলাম। -{@
শুন্য শুন্যালয়
রাইদা মামনিকে জন্মদিনের অনেক আদর দেবেন। (3
আপনি তো পরীর বিয়েকে অন্য একটা মাত্রায় বর্ননা করলেন, দারুণ! পিঁপড়েদের কানাকানি, পরী এতো সুন্দর, লাইনটা ভীষণ ভালো লেগেছে। পরীকে দেখবার অপেক্ষায় আছি, আমাদের পরীটাও যে অনেক সুন্দর। আপনার এই মন্তব্যে সে খুশি হবে খুব 🙂
অরণ্য
হুট করে ঐ সময় মনে হয়েছিল আমার মেয়েটাও কোন একদিন চলে যাবে অন্য কোন ঘরে। আমি হাসতে হাসতেই ওকে বিদায় দেব, অনেক হৈচৈ করব; কিন্তু টের পাব ও চলে যাবার পরে। আমাদের পরীর ছবি দেখতে চাই।
শুন্য শুন্যালয়
পরী ফিরে আসুক হাতকড়া পড়ে। দেব ছবি 🙂 পরীরা চলে যাবেই যে কিছু করার নেই 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেচে থাকুক হাজার বছর পরী মা -{@ শুভ জন্ম দিন।
অরণ্য
ধন্যবাদ মনির ভাই। আপনার মেয়েটির জন্য অনেক শুভকামনা জানবেন। ভাল থাকবেন।
লীলাবতী
আমাদের পরীর বিয়ে, কত যে ভালো লাগছে আজ 🙂 সোনেলার অত্যন্ত প্রিয় এবং পরিচিত মুখ পরী।এমন দিনে এমন পোস্টেরই প্র্যোজন।আমার আনন্দের বাঁধ ভেঙ্গে গিয়েছে।সোনেলায় একটিভ কোন ব্লগারের এই প্রথম বিয়ে আজ। সোনেলার মাধ্যমেই পরিচয় পরীর সাথে।এত ভদ্র আর নরম মেয়ে আমি খুবই কম দেখেছি।
পরীর নতুন জীবন যেন আনন্দ ময় হয়।সুখি হয় যেন আমাদের সবার প্রিয় পরী।
ছন্দ মিলিয়ে খুব সুন্দর এক পোষ্ট দিলেন শুন্য আপু। এমন পোষ্ট আপনাকেই মানায় -{@
আসুন সবাই আনন্দ করি \|/
নীতেশ বড়ুয়া
😀 \|/ :D) \|/ :c 😀 :v \|/
শুন্য শুন্যালয়
লীলাবতী পা দেয়ার সাথে সাথে নীতেশ দার নৃত্য শুরু :p
নীতেশ বড়ুয়া
:p 😀 :p 😀 \|/ :D) \|/ :D)
শুন্য শুন্যালয়
আমিও খুব আনন্দিত হয়েছি, কানে কানে বলি আপনাকে, এই প্রথম পরীকেও দেখেছি আমি। একদম পরীর মত সুন্দর সে। পরীর নতুন জীবন অনেক সুখের হোক সবার প্রার্থনা এটুকুই। আমাকে কিসে মানায় জানিনা, তবে ভত্তাবউ তোমাকে সোনেলায় এত ফাঁকি দেয়া মানায় না 🙁
নীতেশ বড়ুয়া
ভত্তাবতী থেকে ভত্তাবউ :D)
বেতের বাড়ি দেন তো শুন্যাপু ভত্তাকে… ভীষণ ফাঁকি দিচ্ছে সে
শুন্য শুন্যালয়
সে প্রথমে ভত্তাবউ ই ছিলো, পরে তার পতিভক্তি দেখে বউ থেকে বতি হয়ে গেছে 😀
নীতেশ বড়ুয়া
:D) ভত্তাবউ
ছাইরাছ হেলাল
আপনি না বললে হয়তো এমন করে জানা হতো না, এই অসীম সুখবরটি।
অবশ্যই তার সরব সুসময় কামনা করি একান্ত ভাবেই।
আপনি যে ভাবে তাকে ভালোবাসা জানালেন তা এককথায় অনবদ্য।
অন্য কেউ এমন ভাবে পারতো না।
এত্তো কম কম লেখা দিলে হবে না।
শুন্য শুন্যালয়
পরী আমাদের মাঝে সবসময় আনন্দ বিলিয়েছে, আমাদের একান্ত আপনজন সে। তার এমন সুখবরে আমি দেশে থাকলে হুলস্থুল করতাম। এ সামান্য লেখায় কি হয়?
আপনার মতো এমন লেখা খাদক আমি জিন্দেগীতে দেখিনি।
ছাইরাছ হেলাল
অল্প সময়ের ব্যবধানে সে আমাদের পরিবারের একজন হয়ে উঠেছিল
নিজ গুনে। ব্লগে তার অভাব অপূরণীয় হয়ে থাকবে।
আপনাদের অনেক আছে, আমাদের সামান্য খেতে দিলে কী এর এমন আসে যায়?
লেখা খেয়েই তো বেঁচে আছি,বেঁচে থাকি।
ব্লগের নিয়ম মেনে রোজ একটি করে লেখা দিতে শুরু করুণ।
শুন্য শুন্যালয়
আমি আবার একটু তৃণভোজী টাইপের, একটাতেই যাবর কাটতে থাকি। লিখতে পারলে ব্লগের নিয়ম মানতো নাকি শুন্য?? তবে আমিও পেটুক। লেখা দিন।
নীলাঞ্জনা নীলা
পরী আপু অপেক্ষায় রইলাম তোমার আনন্দের মৌতাত নিতে। অভিনন্দন। আহ্লাদী খেয়ালের সাথে জড়িয়ে থাকুক আত্মসম্মান বোধও। নিজস্ব ব্যক্তিত্ত্বের বিসর্জন কোনোদিনও করোনা। অফুরান ভালোবাসা। -{@ (3
শুন্য শুন্যালয়
আহ্লাদী খেয়ালের সাথে জড়িয়ে থাকুক আত্মসম্মান বোধও। নিজস্ব ব্যক্তিত্ত্বের বিসর্জন কোনোদিনও করোনা। নীলাপু that’s why I love u.
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু আমায় এভাবে তোমার আবেগে ভাসাও কেন? জল যে ছলকে ওঠে চোখে। -{@ (3
শুন্য শুন্যালয়
মন খারাপ, চলো কাঁদি। এই তুমি কি কাঁদতে পারো? সন্দেহ হচ্ছে। ;?
লাভু আপু। (3
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহা :D) :D)
ও মাই গড! এমন প্রশ্ন প্রথম তুমি করলে! :D) :D)
বিয়ের সময় বন্ধুরা ভয়ে ছিলো নতূন বৌ না কেঁদে গেলে লোকে বলবে এ কি নির্লজ্জ্ব মেয়ে রা বাবা!!!
ওরা বলেছিলো পেঁয়াজ-সর্ষে তেলে কাজ হবেনা, কৃষ্ণ-কালো মরিচ রাখতে হবে। :D) :D)
শুন্য শুন্যালয়
😀 এই টেনশনে আমিও ছিলাম। ভাগ্যিস আমার আব্বা কেঁদেছিল, তার কান্না দেখে আমিও একটু কাঁদছিলাম।
তা তোমার কি হাল হয়েছিল? কেঁদেছ ভেউ ভেউ করে, জানি। 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু তুমি তাই সবার থেকে আলাদা। এভাবেই থেকো। -{@ (3
শুন্য শুন্যালয়
আলাদা শুনতে ভীষণ ভালো লাগে আপু, কিন্তু আমি তোমার মতো হতে চাই। (3
নীলাঞ্জনা নীলা
ধ্যৎ কি যে বলোনা! আমার মতো হলে সমস্যায় পড়বে। প্রচন্ড রাগী আর জেদী। ^:^
শুন্য শুন্যালয়
আমার চলবে 🙂
নীলাঞ্জনা নীলা
আপু চলবে না গো। আমায় সকলের সয়না। এর চেয়ে বড়ো সত্যি আর কিচ্ছু নেই। 🙂
শুন্য শুন্যালয়
দিয়েই দেখোনা আপু, চলবে না, দৌড়াবে। 🙂
মিথুন
পরী আপুর বিয়ে?আমাদের কেউ তো দাওয়াত দিলো না?এখানের সিনিয়র ভাই দু একজন আওয়াজ দিন,ছোট বোনের বিয়েতে আমাদের কেউ খাওয়াবেন না?দায়িত্ব নিন কেউ এসে :p
এই দিনে পরী আপুর জন্য অসীম দোয়া করছি।আল্লাহ যেন আপুর নতুন জীবনকে সুখ আর আনন্দে পুর্ন করে দেন।
শুন্য শুন্যালয়
খাওয়ানোর কথা শুনলে কেউ আওয়াজ দেবে ভেবেছেন? যম কিপ্টুস সোনেলার ভাই বেরাদাররা 🙁
নীতেশ বড়ুয়া
(y)
জিসান শা ইকরাম
বড় ভাই কেন শুধু?
বড় বোনেরা বুঝি নেই সোনেলায়?
শুন্য শুন্যালয়
বড় বোনেরা অবশ্যই আছে, মেহমান না থাকলে মেজবানরা কাদের খাওয়াবে? 🙂
জিসান ভাইয়ু, এইটা কোন কথা হইলো, অন্তত আপনি একটা দাওয়াত এর ব্যবস্থা করুন। কিপ্টুসদের ভুড়ি কিন্তু কমেনা।
নীতেশ বড়ুয়া
জিসান ভাই, ড্যাসড্যাস মডুকে ডেট ফাইনাল করতে বলেন। একই সাথে সোনেলা ব্লগ আড্ডা হয়ে যাক?
শুন্য শুন্যালয়
জোরসে চেপে ধরুন। আমি পাশেই আছি। আড্ডার আয়োজন একটা করাই উচিৎ এবার। অনেক সহ্য করছি, আর না। থ্রেড ঠিক আছে দাদা?
নীতেশ বড়ুয়া
বেত ছাড়া কথা হপে না থুক্কু থ্রেট হপে না ;?
জিসান শা ইকরাম
আচ্ছা আচ্ছা দিলাম সবাইরে দাওয়াত
এই বছরের ডিসেম্বরেই হইবো আড্ডা+ খাওয়া দাওয়া।
অরণ্য
ব্যান্ড পার্টি কই গেল? বাজাও! \|/
নীলাঞ্জনা নীলা
ডিসেম্বরে? আমাকে ছাড়া? ;( ;( ;( ;( ;(
শুন্য শুন্যালয়
আমাকেও ছাড়া 🙁
নীলাঞ্জনা নীলা
আপু এ হতে দেয়া যায়না। ভাংচুর দরকার। :@ :@
শুন্য শুন্যালয়
এর আগেরবার আমাদের আত্মিকভাবে জয়েন করতে কইছিল আপনার নানা, এইবার কি কয় কে জানে 🙁
অরণ্য
জিসান ভাই, অনলাইন পার্টিসিপেশন থাকা চাই – লাইভ স্ট্রিমিং।
জিসান শা ইকরাম
খেয়ালী মেয়ের বিয়েতে আনন্দ লাগছে খুব
আল্লাহ্ খেয়ালী মেয়েকে সুখ স্বাচ্ছন্দ শান্তি দান করুন।
এই অল্পদিনেই সোনেলায় সে সবার অতি প্রিয় হয়ে গিয়েছিলো
স্নেহ মায়া মমতা দিয়ে সবাইকে আপন করে নিয়েছিলো
এই মমতা ওর সংসার জীবনে ওকে অবশ্যই শান্তি দিবে।
এমন পোষ্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
খেয়ালী মেয়ে মানেই আজব মায়া। এ মায়ায় তার সংসার জীবন আক্রান্ত হোক। ভালো থাকুক খুব মেয়েটা।।
ড্যাস ড্যাস মডু ভাইয়ের সাথে তো আপনার দেখা হয়, তাকে বলে দিয়েন পোস্ট স্টিকি করায় শুন্য বহত খুশ হুয়া 🙂
জিসান শা ইকরাম
কোথায় জানি আপনি নিজেই বলেছেন যে আপনি মডুর মডু
ড্যাস ড্যাস ভাইর আর কি দরকার?
শুন্য শুন্যালয়
কি দরকার কি কন, মডুগিরি ফলামু কার উপ্রে?
ড্যাস ড্যাস ভাই খুব ভালু, তারে ছাড়া চইলতো না।
নীতেশ বড়ুয়া
এক দফা এক দাবী
ড্যাস ড্যাস মডু ছাড়া আছে কি? \|/
হিলিয়াম এইচ ই
একটু বেশিই ভালো লাগসে ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ হিলিয়াম। থাকেন কই? ভূত নিয়া আসেন না কেন ?
বোকা মানুষ
ভাগ্যবতী পরীকে শুভেচ্ছা! এবার আসি লেখার ব্যাপারে! দারুন সাবলীল, বহতা লেখা! এটা পড়ার পর মনে হচ্ছে কড সব হাবিজাবি লিখি আমি! যারা আমার লেখাকে দারুন মনে করেন, তাঁদের উদ্দেশ্যে বানী “আমিও একটা লেখক, আর চামচিকাও একটা পাখি!” :p
বোকা মানুষ
সংশোধনী “কড সব” এর জায়গায় “কি সব” পড়তে হবে! চালশে আক্রান্ত চোখে মোবাইলে টাইপ করা একটা শাস্তি। 😀
শুন্য শুন্যালয়
ভুলই জীবন। ভুল না হলে বোকা ভাইকে দুবার পেতাম কেমন করে লেখায়!
আপনার লেখার প্রশংসা একটু বেশি করে ফেললেন না ভাইয়া? আপনি তো এতো ভালো লেখক না 🙂
বুঝতে পেরেছি প্রশংসা করলে আপনি সোনেলায় আসবেন না, এখন থেকে উল্টোটা।
ধন্যবাদ বোকা ভাই।
নীতেশ বড়ুয়া
শুন্যালয় হতে বারতা এলো’ পরীর বিয়ে!
এই অন্তর্জালে পরী সেজেছে বধু হয়ে।
পরী! সে তো রুপকথা, না যায় ধরা না যায় দেখা!
সেই তো! পরী আছে সোনেলাতে, বিয়ের সাজে বধু হয়ে
শুন্য সাথে যোগ হয়ে বারতা এলো অন্তরজালে-
আজ পরীর বিয়ে!
আচ্ছা, মিসির আলী কিংবা হিমু যদি চলে আসে
দেখতে সেই বিয়ে, তবে কি হবে?
কি আর! শুন্য হাতে হিমু আসে-
হাসে আর বলে’ ও পরী, আজ তুমি রুপা হলে
মিসির আলী থমকে হাঁটে,
টাক মাথায় হাত বুলিয়ে; ভেবে বলে’
না না, পরী তো খেয়ালী মেয়ে
বধুবেশে পরী এসেছে!
ড্যাসড্যাস মডু বলে’
রাখেন সবই, শোনেন সবাই কান পেতে-
সোনেলাতে সানাই বাজে
আজ আমাদের পরীর বিয়ে।
শুন্যালয় হতে শুন্য সাথে
বারতা এলো’ পরীর বিয়ে।
(শুন্যাপুর বেতের ভয়ে :p
আজগুবি ভাবনাতে গেলো পেয়ে
বিয়ে নিয়ে ছন্দে ছন্দে
আশীর্বাদ দিলাম মহানন্দে)
শুন্য শুন্যালয়
:c জটিল হইছে গুরু। বেতের ভয়ে এমন প্রোডাকশন হলে, বেত চলবে নিয়মিত ৩ বেলা খাবার পর ভরা পেটে। 🙂
মিসির আলী, হিমু পরীর বিয়েতে আমিতো ভেবেই পুলকিত হচ্ছি। টাকলু মাথায় একটু রঙ মাখিয়ে দিলে কেমন হবে? 🙂 পরীটা এসে খুশি হবে কতো দাদার কবিতা দেখে!
আপনি কিন্তু লিখছেন না অনেকদিন, বেতের বাড়ি লাগলে বইলেন, তবে লেখা দিন।
নীতেশ বড়ুয়া
রঙ মাখাতে এলো ‘বলে
জাফর স্যারের ইথার হতে,
কপোট্রনিক রঙ নিয়ে বিজ্ঞানী সফদার’এ
রঙ মাখিয়ে নেচে নেচে-
শুন্যালয়ের অন্তর্জালে
বারতা এলো খুশী নিয়েঃ
আজ আমাদের পরীর বিয়ে।
জিসান শা ইকরাম
নীতেশ দা, এক কথায় অসাধারন।
আমাদের পরীটা এমন পোষ্ট আর এমন আনন্দ দেখলে খুবই খুশী হতো
কবে আবার সে আসতে পারে সোনেলায় কে জানে?
আদৌ কি আসবে আর?
আসুক বা না আসুক, আমাদের দোয়া থাকবে সারাক্ষন তার জন্য
আমাদের পরীটা যেন ভালো থাকে।
নীতেশ বড়ুয়া
জিসান ভাই আমাকে নীতেশ’দা বলে!!!!!!!!!!!
সোনেলা ছাড়লাম তবে (-3
শুন্য শুন্যালয়
যা করার তারসাথে করেন, সোনেলা কি তার নাকি? আজব তো !!
মরুভূমির জলদস্যু
আমার কাছে পরীর ছবি একটু কেম অসহায়ের মত মনে হচ্ছে। কে জানে হয়তো আমারই ভুল।
শুন্য শুন্যালয়
পাঠকের ভুল হয়না, লেখাতেই ভুল হয়। ধন্যবাদ আপনাকে।
মেহেরী তাজ
বরাবরের মত এবারেও লেট আমি। 🙁
আবার একটা কিউট সিঙ্গেল মেয়ের সংখ্যা কমে গেলো। পরী আপুউউউউউ……
পরী আপু কে নিয়ে সবায় কবিতা লেখে, আমায় নিয়ে কেউ লেখে না…. :'(
শুন্য শুন্যালয়
লিখবো, পিঁড়িতে কবে বসবি বল? ডিসেম্বরে আড্ডা হবে, তখন দেরী করিস না। সবার আগে বসে থাকবি গিয়ে ওক্কে? কাঁদিস না পিচ্চি ভূত। কেঁদে কে কবে করেছে জয়??
মেহেরী তাজ
আড্ডা, ডিসেম্বর, সত্যি? কোথায়?
কাঁদিনি মন খারাপ করেছি।
আর করবো না।
পিচ্চিদের পিড়িতে বসতে হয় না। একটু বড় হয়ে নেই তারপর। 🙂
শুন্য শুন্যালয়
হুম বস তো তাই-ই বললো, এই পোস্টেই। আমি কিছু জানিনা। যা খুশি কর তোরা। আমাকে ছাড়াই আড্ডা দে 🙁
বড় হ, তখন বুড়ি হয়ে গেলে লিখতে পারবো কিনা জানিনা।
মেহেরী তাজ
আপনাকে ছাড়া সবায় হয় না,আর সবাই ছাড়া আড্ডা হয় না।
তখন যা লিখবেন তাই হবে। আচ্ছা বুড়ির আসোল সংঙ্গা টা যেনো কি??? ;?
শুন্য শুন্যালয়
হয় হয়, কোন একজন কি কখনো সবাই হয় নাকিরে পাগলি?
বুড়ির সংজ্ঞা জানিনা, তবে চোখের চারপাশে, কপালে অসংখ্য কুচকানো চামড়া। বেশ কয়েকটা চুল সাদা হয়ে গেছে। আর মন? মন বলে কিছুই নেই, সবই মস্তিস্ক বুঝলিরে ভূতূ?
মেহেরী তাজ
কোন একজন কে ছেড়েও সবায় হয় না। আমি রেগে গেলেই তো আমার কপালে কয়েকটা ভাজ পরে যায়। তার মানে কি আমি বুড়ি হয়ে গেছে??? আর থাকলো চুলে পাক ধরা তার জন্য তো অনেক ব্যবস্থা আছে। মন সে তো আপনার এভার গ্রীন। আমার, আমাদের চেয়েও……..
শুন্য শুন্যালয়
বলে কি মেয়ে, তোর জন্য পিচ্চিরাও ভাগ্নে থেকে ভাই হতে চায়, এভারগ্রীন তো তুই 🙂
আমিতো রাগতেই জানিনা, এমনিতেই কুঁচকে থাকে চামড়া 🙂
ইমন
শুভেচ্ছা রইলো। -{@
শুন্য শুন্যালয়
পৌঁছে দেব শুভেচ্ছা।
ব্লগার সজীব
পরী আপুর জন্য অন্তর থেকে দোয়া করছি আল্লাহ্র কাছে” হে আল্লাহ্ আমাদের সবার প্রিয় পরী আপুর জীবন সুখ দিয়ে কানায় কানায় পুর্ন করে দাও’। খুব বেশী করে মনে পরছে পরী আপুর পিচ্চি ডাকটা।আপু আবার কবে আমাকে পিচ্চি বলে ডাক দেবে? -{@ -{@
এত সুন্দর একটি পোষ্ট দিয়ে সোনেলায় উৎসবের আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ শুন্যাপু -{@
শুন্য শুন্যালয়
আপনাকেও ধন্যবাদ সজীব। পরী চলে আসবে নিশ্চয়ই খুব দ্রুত, আপনাকেও ডাকবে আগের মত। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
পরী আপু খেয়ালী আপু…জীবন হউক দুজনার একে অপরের সহযোগিতা,ত্যাগ তীতিক্ষায় রঙ্গীন প্রানবন্ত।আমাদের শুভ কামনা রইল। -{@ -{@ -{@
শুন্য শুন্যালয়
পরী টা কবে আসবে, কবে সবার এতো শুভেচ্ছা বরন করে নেবে, অপেক্ষায় আছি।
অরুণিমা
মাথা দুলিয়ে দুলিয়ে অনেক দিন পরে একটি ছড়া কবিতা পড়লাম দিদি।যেইখানেতে পা পড়বে তার,হিরক হবে হিরক হবে সবই,আমাদের সবার আশর্বাদে এমনই হবে।অত্যন্ত ভালো লিখেছেন শুন্যদি।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ অরুনিমা আপু। আপনি লিখলে আরো ভালো হতো। পরীর জন্য আমাদের সবার অনেক আশির্বাদ রয়েছে, থাকবে।
শুন্য শুন্যালয়
পরীটা কবে আসবি রে!! মিস করছি যে খুব।
খেয়ালী মেয়ে
এইযে চলে আসলাম (3
ইমন
শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে। -{@
শুন্য শুন্যালয়
দুইবার? ওক্কে 🙂
খেয়ালী মেয়ে
চন্দ্র জীবনে পা দেওয়ার দু দিন পরেই শূন্য আপুর এই পোস্ট আমি পড়েছি,,,অজান্তে চোখের কোণে পানিও জমেছিলো সেদিন,,,এই ভালোবাসা আমাকে স্পর্শ করেছিলো আপু,,,,
চুপিচুপি এসে কমেন্টস পড়তাম আর নিজেকে ভালোবাসায় সিক্ত করতাতাম,,,অনেক ধন্যবাদ আপু এতো মূল্যবান উপহারের জন্য,,,
জানো আমি সবার কাছে পরী হয়েই আছি,,,সবাইকে আমি অনেক সময় দিতে চাই বলেই সোনেলাতে আগের মতো করে আসা হচ্ছে না, তবে সোনেলার প্রিয় মানুষগুলোর লেখা আমি কিন্তু চুপিচুপি এসে পড়ে যাই (3
ভালোবাসি সবাইকে অনেক (3
জিসান শা ইকরাম
কাকে দেখছি আজ সোনেলায় !
দুহাতে চোখ কচলে নাম তো দেখছি খেয়ালী মেয়ে, আমাদের সবার প্রিয় পরীকে।
সোনেলায় একটিই পরী, সে অনুপস্থিত হলে সোনেলা পরী শূন্য হয়ে যায় না?
আমরা সবাই মিস করি পরীকে।
শুভ কামনা -{@
শুন্য শুন্যালয়
মিস করি তোমাকে, হয়তো মুখে বলা হয়না। এইযে তুমি যেমন চুপিচুপি এসে পড়ে যাও, তেমনি আমরা সবাই-ই তোমাকে চুপিচুপি মিস করি। ফিরে এসো সময় করেই, তবে সবার আগে নিজেকে সুন্দর করে গুছিয়ে নাও। ভাবতেই পারছিনা, আর তিনমাস হলেই তো এক বছর হবে! এতদিন নেই তুমি? মনেই হয়না। ভালো থেকো পরী, হ্যাঁ জিসান ভাই বলেই দিয়েছে, সোনেলায় একটিই পরী, একটিই থাকবে। (3