পরকালের আপন কে? (পর্ব -২)

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ এপ্রিল ২০২১, শনিবার, ০৭:৫০:১৫অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. একটি নেক আমলের জন্য যাবে,
    পিতার কাছে ওরে,
    যে তোমারে খাওয়াছে তার আজীবন উপার্জন করে।
    সেই দিন পিতা বলবে, চিনি না তোমায়,
    কে তুমি?
    এই ধরাতে পিতা বলবে তখন..
    ইয়া নাফসি….. ইয়া নাফসি…..।
    একটি নেক আমলের জন্য যাবে,
    সেই দিন তুমি ভাইবোন স্ত্রী সন্তানের কাছে ওরে,
    যাদের তুমি নিজে খাওয়াছ উপার্জন করে।
    কেউ চিনিবে না সেই দিনে তোমায়,
    সবাই বলবে কে তুমি?
    তৃষাতুর পথিক মরুভূমিতে যেমন করে খুজে বেড়ায় জল,
    তেমন করে হাশরের দিনে তুমি খুঁজবে একটি নেক আমল।
    তৃষাতুর পথিক মরুভূমিতে সারাদিন খুঁজে পায় না কো জল,
    শুধু করে মরীচিকা যে ছল।
    সারাদিন ঘুরে ঘুরে পাবে না কো তুমি ফল।
  2. এই ধরাতে কেউ পরের কারণে দেবে না নিজের স্বার্থবলি,
    বলবে সকলে ইয়া নাফসি… ইয়া নাফসি…।
২৮৭জন ২৪৩জন
11 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ