নিশুতি নিবন্ধন

সাবিনা ইয়াসমিন ২০ জুন ২০২২, সোমবার, ০৩:০৬:৪৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

নদী তুমি আমায় ভুলেছো?

-কই! নাতো, তুমিই ভুলে গেছো

সত্যি?  তোমার চোখ ছুঁয়ে বলো

- কাব্যিকতা ছাড়, চোখ ছোঁয়া যাবে না। কেন এসেছো ঝটপট বলে ফেলো।

আজ আবেদন নিয়ে এসেছি, একটা নির্ঘুম আলাপন চাই

-কিন্তু..আজ ভীষণ ক্লান্ত

দেখো, রাতেরও নিবেদন থাকে, ক্লান্তি ছেড়ে উঠে বসো। প্রিয় কোন গান শুনে নিতে পারো, চুমুক দিতে পারো চায়ের কাপে.

- তারপর?

তারপর আমায় স্পর্শ করো, নিবেদিত আবেদন শুনতে হলে গহীনে স্পর্শ করতে হয়।

- যদি না শুনি? ভালো লাগছে না।

এইযে ভালো না লাগা এটাই যে সবকিছু ভালো না লাগার কারণ হয়ে উঠেছে, সেটা জানো?

- উহু

জানতে, জানাতেই আজকের এত আয়োজন।

- তুমি আসলে আমার কাছে কী চাও!

বিরক্ত হচ্ছো?

- না

আমাদের চাওয়া গুলো কেমন করে আমার তোমার হয়ে গেছে! তাই না!!

- কি বলো আবোল-তাবোল?

জানো নদী, এই যে ভালো থাকতে গিয়ে ভালো না লাগার আক্ষেপে তুমি আলাদা হয়ে গেলে, এতে কিন্তু আমি ঠকিনি। ঠকেছো নিজেই।

- ভেঙে বলো, বুঝতে চাই

আমি রাত, তুমি নদী আমরা এক সময়ে একে অপরের ছিলাম। দুজন দুজনের সান্নিধ্যে পেতে সারাদিনের ক্লান্তি গায়ে মেখে নিতাম। তুমি সুখী ছিলে আমার আলিঙ্গনে, আমি তৃপ্ত ছিলাম তোমার বহমান স্রোত-মাধুর্যে। তোমার কোন ক্লান্তি ছিলো না। ভোরের আলোয় তুমি হয়ে উঠতে আরও স্বচ্ছ-স্নিগ্ধ।
এখন তোমার দু'চোখে দুই সাহারার উত্তাপ, কুঞ্চিত ভ্রু যুগলে বিরক্তির পদচারণ। শক্ত চোয়ালে আটকে আছে গোলাপের খুশি।
নদী আমি নই তুমি আমায় ভুলেছো, ঠকেছো।

- আবারও বলছো আমি ঠকেছি?

হ্যাঁ, যেটুকু সময় তুমি ভালো থাকার পেছনে ছুটেছো সে সময়টুকু কেবলই তোমার ছিল। দিনের আলো পথ দেখায়, পথ থেকে পথে টানে। যত আলো ততোধিক পথ। বৃত্তাকার পৃথিবীতে পথের কোন শেষ নেই। পথেরা  পথিক তৈরী করে। পথিকের ক্লান্তি থাকে, শ্রান্তি নেই।
অথচ কে না-জানে! রাত মানেই বিশ্রাম, প্রশান্তি। তোমার আত্ম-বিচরণের সুখ, দুঃখ, ব্যাথা, একাকীত্ব, স্মৃতিস্মরণ সবই সঁপে দিতে পারো আমার হাতে।
তোমার সৃষ্টিকর্তা যার হাতে তোমার নিয়তি তিনিও বলেছেন তাকে যদি নিবিড় করে পেতে চাও তবে রাতের সান্নিধ্যে থেকে তাকে খুঁজে নিও।

 

নদী, কী ভাবছো?

- উম, কিছু না। চা বানাবো।

বানাও,

- এক কাপ চা বানাতে কতক্ষণ লাগতে পারে?

কারো পাঁচ মিনিট লাগে, কারো আরও কম। তুমি নিশ্চিন্তে নিজের জন্য চা বানাও। যতক্ষণ লাগে লাগুক। নদী,ভোর হওয়ার আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো

 

 

* ছবি- সংগৃহীত

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ