
বই ,
রত্ন খুঁজি গোবর তলে
ঘুরে বেড়াই গাঁয়ের ছেলে
হওনি তুমি বইয়ের পোকা
আড্ডা মারতে বড়ই মজা।
খুলে দেখিনি বইয়ের পাতা
গোবর তলে গেছে মাতা
বই খুলে তাই দেখ না খোকা
জ্ঞানী হতেই বড়ই সুজা।
বইয়ের পাতয় রত্ন উড়ে
হাজার মুক্তা,মাণিক পাবে
বই পড়লে তুমি জ্ঞানী
সবার চেয়ে হবে ধনী।
সঞ্জয় মালাকার //
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
হুম, বইয়ের পোকা হতে পারলে গ্যানি হয়া যায়।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
তৌহিদ
বাহ! দারুন ছন্দে লিখলেন তো!! বইয়ের পোকা হলেই কি জ্ঞানী হওয়া যায়?
সঞ্জয় মালাকার
হয় তো হওয়া যায় তবে শুধু বই পড়ে না
কথাবার্তা আচার-আচরণ ইত্যাদি সব মলেই তো শিক্ষা জ্ঞান, আর আমাদে মুখের প্রতিটা কথাই তো বইয়ের ই অংশ ।
ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
তৌহিদ
সুন্দর বলেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই শুভেচ্ছা রইলো।
রেহানা বীথি
ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
বই পড়লেই জ্ঞানে ধনী হওয়া যায়।
ভাল লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই ভালো থাকবেন ।
সাবিনা ইয়াসমিন
জ্ঞানে-মনে ধনবান হতে হলে বই পড়ার বিকল্প নেই। একজন ভালো বন্ধুর চেয়েও বেশি উপকারী একটি ভালো বই। বই পড়ার অভ্যাস গড়ে তোলা ভালো। লেখাটি ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপু ….
ভালো থাকবেন শুভেচ্ছা রইলো।