তোমার সাথে কি এমন হয়েছে

নিরব সাগর ২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ০২:২৭:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

আমি এখন আলাদা থাকতে চাই ?

তোমাকে আর আমার ভালো লাগছে না ?

তুমি আমার উপযুক্ত নও ?

আমি মুক্তি চাই আমাকে মুক্তি দাও ?

তোমার   সাথে  আমার কি এমন হয়েছে যে,

তোমার সাথে আমাকে থাকতে হবে ?

 

কথা গুলোর সাথে  আমরা সবাই পরিচিত । জীবনে কোন একটা বিশেষ সময়ে এই প্রশ্ন গুলোর সম্মুখ হতে হয়েছে । কথা  গুলো

খুব কঠিন তা কিন্তু নয়  তবে যে বয়সে কথা গুলো শোনা হয় সেই

বয়সে আসলে কথা গুলো ভার বইতে পারা  খুব কঠিন ।

 

কথা গুলো আগে না বুঝলেও এখন আসলে বুঝা যায় । একটু ভাবলেই  সঠিক উত্তর চলে আসে ।

 

নিজেকে  কখনো কারো কাছে উজার করে   উপস্থাপন করা ঠিক নয়। আপনাকে ততক্ষণ পর্যন্ত অন্য একজন  ভালো বাসবে যতক্ষণ আপনি ফুড়িয়ে জাননি ।

 

আপনার ভালোবাসা ফুরিয়ে গেলে সে আলাদা থাকতে চাইবে।একটা উদাহরণ দিলেই বুঝতে আর ভালো হবে । আমাদের সমাজে সাধারণত ২০-২৫ বছর পর অনেক গভীর সম্পর্ক থাকা দম্পতিরা আলাদা থাকতে দেখা যায় ।মজা করে জানতে চাইলে বলে এখন কি আর আগের মত ভালাবাসা আছে , এখন ভালোবাসা কিন্তু কমেনি ।মূলত  তাদের মধ্য ভালোবাসা উজার হয়ে গেছে ।

 

এই উজার হয়ে গেলেই আপনাকে আর আগের মত ভালো লাগবেনা ।তখন আমার আর ভালো লাগছে না, বলা ছাড়া কিছু বলার থাকেনা।

 

আপনি যখন ভালো লাগার থাকবেনা তখন  অনুপোযুক্ত হয়ে যাবেন। ভালো লাগার যতদিন ছিলেন তত দিন উপযুক্ত ছিলেন।

 

 

ভাঙ্গা খাঁচায় কখনো পাখি আবদ্ধ থাকেনা। আপনি যেদিন থেকে অনুপোযুক্ত হয়ে গেছেন তখন থেকে আপনি ভাঙ্গা খাঁচার মত হয়ে গেছেন।হাজারো পোষমানা পাখি খাঁচার দরজা খোলা পেলে উড়ে যায় ।  আপনি তো এখন ভাঙ্গা খাঁচা ?

 

তোমার সাথে আমার কি হয়েছে প্রশ্নটা যখন আসে , তার অর্থ এই যে, কিছু না হলে তো কিছু হয়েছে । তার মানে বিশেষ কিছু না হলেও তো চোখে দেখা , চোখে চোখ রাখা, মুচকি হাসাহাসি, ছোট করে হলেও তো হয়েছিল মন বিনিময় ।

 

পার্কের বেঞ্চে বসে শরীর ঘেষাঘেষি হয়তো করা হয়নি তাতে কি ?

চোখে চোখ রেখে কথা তো হয়েছে । তোমার শরীরের সাথে শরীর মিশেনি তো কি হয়েছে মনের সাথে মন মিশেছিল ।

 

যাহোক  এভাবেই  এক সময়ে না পাওয়া প্রশ্নের উত্তর গুলো হয়তো আজ সান্তনা হিশেবে ব্যবহার করা যেতে পাবে । ভালো থাক মুক্তি চাওয়া মানুষ গুলো । আমরা সবাই তো মুক্ত পাখির মত উড়তে পছন্দ করি । ‍

 

#এম আর নিরব সাগর

 

৫৭২জন ৪৪১জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ