
আমি এখন আলাদা থাকতে চাই ?
তোমাকে আর আমার ভালো লাগছে না ?
তুমি আমার উপযুক্ত নও ?
আমি মুক্তি চাই আমাকে মুক্তি দাও ?
তোমার সাথে আমার কি এমন হয়েছে যে,
তোমার সাথে আমাকে থাকতে হবে ?
কথা গুলোর সাথে আমরা সবাই পরিচিত । জীবনে কোন একটা বিশেষ সময়ে এই প্রশ্ন গুলোর সম্মুখ হতে হয়েছে । কথা গুলো
খুব কঠিন তা কিন্তু নয় তবে যে বয়সে কথা গুলো শোনা হয় সেই
বয়সে আসলে কথা গুলো ভার বইতে পারা খুব কঠিন ।
কথা গুলো আগে না বুঝলেও এখন আসলে বুঝা যায় । একটু ভাবলেই সঠিক উত্তর চলে আসে ।
নিজেকে কখনো কারো কাছে উজার করে উপস্থাপন করা ঠিক নয়। আপনাকে ততক্ষণ পর্যন্ত অন্য একজন ভালো বাসবে যতক্ষণ আপনি ফুড়িয়ে জাননি ।
আপনার ভালোবাসা ফুরিয়ে গেলে সে আলাদা থাকতে চাইবে।একটা উদাহরণ দিলেই বুঝতে আর ভালো হবে । আমাদের সমাজে সাধারণত ২০-২৫ বছর পর অনেক গভীর সম্পর্ক থাকা দম্পতিরা আলাদা থাকতে দেখা যায় ।মজা করে জানতে চাইলে বলে এখন কি আর আগের মত ভালাবাসা আছে , এখন ভালোবাসা কিন্তু কমেনি ।মূলত তাদের মধ্য ভালোবাসা উজার হয়ে গেছে ।
এই উজার হয়ে গেলেই আপনাকে আর আগের মত ভালো লাগবেনা ।তখন আমার আর ভালো লাগছে না, বলা ছাড়া কিছু বলার থাকেনা।
আপনি যখন ভালো লাগার থাকবেনা তখন অনুপোযুক্ত হয়ে যাবেন। ভালো লাগার যতদিন ছিলেন তত দিন উপযুক্ত ছিলেন।
ভাঙ্গা খাঁচায় কখনো পাখি আবদ্ধ থাকেনা। আপনি যেদিন থেকে অনুপোযুক্ত হয়ে গেছেন তখন থেকে আপনি ভাঙ্গা খাঁচার মত হয়ে গেছেন।হাজারো পোষমানা পাখি খাঁচার দরজা খোলা পেলে উড়ে যায় । আপনি তো এখন ভাঙ্গা খাঁচা ?
তোমার সাথে আমার কি হয়েছে প্রশ্নটা যখন আসে , তার অর্থ এই যে, কিছু না হলে তো কিছু হয়েছে । তার মানে বিশেষ কিছু না হলেও তো চোখে দেখা , চোখে চোখ রাখা, মুচকি হাসাহাসি, ছোট করে হলেও তো হয়েছিল মন বিনিময় ।
পার্কের বেঞ্চে বসে শরীর ঘেষাঘেষি হয়তো করা হয়নি তাতে কি ?
চোখে চোখ রেখে কথা তো হয়েছে । তোমার শরীরের সাথে শরীর মিশেনি তো কি হয়েছে মনের সাথে মন মিশেছিল ।
যাহোক এভাবেই এক সময়ে না পাওয়া প্রশ্নের উত্তর গুলো হয়তো আজ সান্তনা হিশেবে ব্যবহার করা যেতে পাবে । ভালো থাক মুক্তি চাওয়া মানুষ গুলো । আমরা সবাই তো মুক্ত পাখির মত উড়তে পছন্দ করি ।
#এম আর নিরব সাগর
২০টি মন্তব্য
আরজু মুক্তা
চাওয়া পাওয়ার হিসেব তো মিলেনা। স্যাকরিফাইসিং মন থাকতে হবে। মেনে নেয়ার প্রবণতা থাকতে হবে। এবং এমন পর্যায়ে গেলে অনেক সময় কাউন্সিলিং করালে উপকার পাওয়া যায়। যতোই বলেন প্রথম জনকে ভোলা যায়না। তাই ধরে রাখা বেটার।
শুভকামনা
নিরব সাগর
মন্তব্যের ঘরে আপনাকে দেখলেই ভাল লাগে।অনেক ভালো থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
সহমত পোষণ করছি। যখন নিজেকে অন্যের কাছে পুরোপুরি খুলে দিবেন সে আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে। এমন বিষয়ে ত্যাগ, ধৈর্য্যের প্রয়োজন , অন্য কারো সাথে কথা বলা দরকার যে দুজনকেই ভালোভাবে চিনে, জানে এবং সর্বোপরি নিরপেক্ষ হবে দুজনার জন্য। শুভ কামনা রইলো
নিরব সাগর
আপনি অনেক ভাল বলছেন।নিয়মিত আপনাকে পাশে পাই, আমার খুব ভালো লাগে। ভাল থাকবেন
রেজওয়ানা কবির
অসাধারণ বাস্তবত। যতক্ষন অপরজনকে নতুন করে আবিস্কার করতে চাইবেন ততদিন পর্যন্ত তাকে ভালবাসতে পারবেন,যখনি তার সম্পর্কে জানা হয়ে যাবে তখনি তা শেষ হয়ে যাবে।
একটা সময় ছিল যখন অভাবী সংসারে,
দুমুঠো চাল না থাকলেও প্রেম ছিল অন্তরে,
এখন আমাদের সবই আছে, অনেক বড় ফ্লাট,
একাকীত্ব ঘোঁচাতে তাই ইন্টারনেটে চ্যাট।
নিরব সাগর
ভাল লেগেছে শেষাংশ।ভাল থাকবেন প্রিয়।
ফয়জুল মহী
অসামান্য ও অতুলীয় ভাবনা ।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
ছন্দা দাম
অসামান্য পোষ্ট । কিন্তু এর সমাধান কিন্তু কখনোই বিচ্ছেদ নয়।অনেকেই এই পথটা বেছে নেন।।
নিরব সাগর
সহমত প্রকাশ করছি প্রিয়জন
শামীম চৌধুরী
আপনার লেখায় অনুভূতির প্রকাশগুলি ভাল লাগলো।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়জন,কৃতজ্ঞতা রইলো।
ত্রিস্তান
ছোটগল্পের পাকাহাত। চলতে থাকুক ।
নিরব সাগর
চেষ্টা অব্যাহত থাকবে প্রিয়
সুরাইয়া পারভীন
বেশ লিখেছেন নিরব। সময়ের সাথে সাথে যদি সব বদলে যায় তবে ভালোবাসা কেনো নয়? তবুও ভালো থাকুক ভালোবাসা, ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নিরব সাগর
ভালোবাসা বদলানো চেয়ে পুরাতন মানুষকে নতুন করে ভালোবাসতে শিখি সবাই।
শুভ কামনা লেখিকা।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় দা
জিসান শা ইকরাম
যাকে ভালোবাসা হয়, তাকে তো উজার করেই ভালো বাসতে হয়। এটিই এতদিন জেনেছি।
আপনার লেখায় আলাদা বক্তব্য পেলাম।
যাকে ভালোবাসবো তাকে কৃপনের মত ভালোবাসব নাকি?
শুভ কামনা।
নিরব সাগর
আপনাকে কেউ জানুক আপনি শেষ হবার আগ পর্যন্ত। তবে আপনার কদর থাকবে।