
তবে তাই হোক!
জাগিয়ে রাখি কাঁঠালচাঁপা গন্ধে
নিস্তব্ধ নিরব রাত্রিগুলো।
গহীন হলে অন্ধকারে ঘনত্ব;
হাইওয়ে ধরে হেঁটে যাবো ডানপাশে
তোমার ছায়াসঙ্গী করে।
দেখা হবে তিন চারটা কুকুরের সাথে,
ওরা আর্তস্বরে ডাক ভুলে গিয়ে
ভয়ার্ত চোখে দেখবে আমায়।
কৌতূহলের মাত্রায় খাবে চিন্তায় খাবি।
কে যায়?
কোথায় যায়?
তেষ্টা;
বড্ড তেষ্টা পায় গভীর অন্ধকারের
এই দীর্ঘ রাস্তার হেঁটে চলা।
ছায়াসঙ্গী এককাপ চা খাওয়াবে?
অলস হয়েই থেকে যায় সঙ্গের ছায়া।
১৯টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আমার ও লেগেছে তেষ্টা
যদি জোটে এক কাপ চা।
ভালো লাগলো। শুভ কামনা।
বন্যা লিপি
চা’য়ের তেষ্টা বড় তেষ্টা! নিবারন হোক যথাশীঘ্র। ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য।
সুপর্ণা ফাল্গুনী
ছায়াসঙ্গী এককাপ চা খাওয়াবে?
অলস হয়েই থেকে যায় সঙ্গের ছায়া।- আহারে ছায়ারা সব
কপি করতে পারে কিন্তু সেটা যদি আমাদের থেকে আলাদা করা যেত কাজে দিত, খুব ভালো হতো। ভালো লেগেছে একান্ত অনুভূতির মোড়কে কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো ।🌹🌹🌹🌹
বন্যা লিপি
ভালো লাগলো ছোটদি আপনার মন্তব্য।ভালো থাকবেন। শুভ কামনা
জিসান শা ইকরাম
এমন ছায়াসঙ্গী খুঁজি আমিও 🙂
কবিতা ভালো হয়েছে খুব।
শুভ কামনা।
বন্যা লিপি
আহারে!! এমন ছায়াসঙ্গী পেয়ে গেলে জানাবেন😊 আমিও একটু দেখবো।
ভালোলেগেছে মন্তব্য শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানবেন।
এস.জেড বাবু
অসাধারণ নির্মাণ
মজবুত ইচ্ছে শক্তির গাঁথুনী
চমৎকার প্রকাশ আপু
বন্যা লিপি
অসাধারনের কাছ হতে পাওয়া অসাধারন মন্তব্য। আন্তরিক ধন্যবাদ জানবেন।
এস.জেড বাবু
কি যে বলে আপু
আমি সহসা খুবই সাধারণ মানুষ। বরং সাধারণের চেয়েও ছোটখাট।
আপনি চমৎকার লিখেন, আমি একজন ভক্ত মাত্র।
ভালো থাকবেন সবসময়।
বন্যা লিপি
আপনার বিনয় প্রকাশে মুগ্ধ আমি বাবু ভাই। এটা একজন লেখকের জন্য পরম প্রাপ্তি।অর্থাৎ ভক্তকুল তৈরী হওয়া। ভাবতেও ভালো লাগে। যেমন আপনার লেখার ভক্ত আমি। আজকাল কম লিখেছেন নাকি? নাকি আমারই আসা হয়না এখানে? দেখতে হবে তো!!!
সাবিনা ইয়াসমিন
আমার একটা ছায়াসঙ্গী ছিলো, চা খেতে খুব ভালবাসে। করোনার ভয়ে এখন ধারে কাছে আসেনা।
লেখাটা পড়ে তাকে খুব মিস করছি 🙁
বন্যা লিপি
বলেই তো দিয়েছেন, করনার ভয়ে ধারেকাছে আসে না। এখন দূরে থাকাই ভালবাসার প্রমান দেয়া। আল্লাহ্ সবাইকে রহমত করুন। আবার ছায়াসঙ্গী সঙ্গ দেবে আপনার।
ময়না, তুমি ভালো আছো তো ময়না?
তোমারে আমি খুব মিস করি😔
আমাদের কথা হবে নিশ্চই। দূর থেকেই তোমাকে ভালবাসা পাঠাই। তুমি ভালো থেকো সবাইকে নিয়ে।💗💗
হালিম নজরুল
নিস্তব্ধ নিরব রাত্রিগুলো।
গহীন হলে অন্ধকারে ঘনত্ব;
হাইওয়ে ধরে হেঁটে যাবো ডানপাশে
তোমার ছায়াসঙ্গী করে।
——ভাল লাগল।
বন্যা লিপি
মন্তব্যে অনুপ্রানিত। ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
আমারও চাই একটা ছায়াসঙ্গী
নিঃসঙ্গ একলা চলতি পথে
আমায় সঙ্গ দেবে হবে সঙ্গী
চমৎকার লিখেছেন আপু। আপনাকে মিস করছি ভীষণ
বন্যা লিপি
ভেবে নাওনা মনে মনে কেউ আছে সঙ্গীর মতো ছায়া হয়ে!! আমরা কল্পনাবিলাসী হলে কার কি ক্ষতি?
ব্যাপারটা হলো ছবি যোগ করা শিখতে পারছিনা একা একা। এটা শিখে গেলেই আমার লেখা নিয়ে হজিরা পড়বে ঘন ঘন।
কিছুদিন বেশ অসুস্থতায় ছিলাম। এখন থেকে মন্তব্যেও নিয়মিত হবো আশা করি।
তোমার জন্য একরাশ ভালবাসা❤
ফয়জুল মহী
লেখা পড়ে ভালো লেগেছে। চমৎকার l
বন্যা লিপি
আপনার ভালো লেগেছে জেনে আমি অনুপ্রাণিত হলাম।কৃতজ্ঞতা জানবেন।
তৌহিদ
ছায়াসঙ্গীকে ডানে রেখে হাঁটবেন বলছেন! তাহলেও তার ডানে আপনিই থাকবেন কিন্তু!! অভুক্ত আর হিংস্রতায় জর্জরিত কবিকে হায়না আর শকুনদের হাত থেকে বাঁচানোর জন্য অনুভবে হলেও একজন ছায়াসঙ্গী চাইই চাই।
ভালো থাকবেন আপু।