চলো মিশে যাই

ছাইরাছ হেলাল ১৪ অক্টোবর ২০১৮, রবিবার, ০৯:২৫:১৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

তুমি আমি, আমি তুমি মিশে যাব,
যখন তখন, যেখানে সেখানে, প্রবল-প্রকাশে প্রকাশ্যে,
গলি-গুপচির চিপা-চাপায়-ও;
পিছু-নে’য় সাঙ্গোপাঙ্গদের চোখে ধুলো দিয়ে
জুতসই অদৃষ্টিগোচরতায় আঁটোসাঁটো ঘড়ি-হীন মুহূর্তে
মিশি, মেশাই, মেশামেশি করি, শুধুই দু’জনে;

তুমি কে!
আমি কে!
কে মেশাবে, কী মেশাবে, কতটুকু-ই-বা মেশাবে/মেশাবো!!
চির-উদ্ধত-বর্ণালীর বর্ণীল প্রেম উদ্ধৃত হয়-না, থাকে-ও-না;
মেশামেশি হবে মিলেমিশে, হয়েছিল যেমন বাৎচিত
দীর্ঘ-মান-অভিমান ছায়া-উপত্যকায়;

মিলাবে মিলিবে
পেলব-সতেজ-স্নিগ্ধ কিশোরী মুগ্ধতায়,
মিশে যাব তোমার উত্তাল সমুদ্র-যমুনায়
যখন-তখন; মন যেমন চায়!! যে-ভাবে চায়!!

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ