আমাদের সবার জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে। কেউ কেউ সেইসব বিপত্তি উতরে যান আবার কেউবা যেতে পারেন না।

একই বাণী হয়তো অনেকে অনেক ভাবে বলেন। এবার আসুন জেনে নেই কিছু কিছু বাণী যা আপনাকে অনুপ্রেরণা যোগাবে চলার পথের পাথেয় হিসেবে।

১, সময়কে প্রাধান্য দাও। আর এ জন্য সময়ের কাজ সময়ের মধ্যেই করে নাও।

২, যতই পড়বে ততই জানবে

৩, উচ্চশিক্ষিত হয়েও শিক্ষিত মানুষ হওয়া কঠিন।

৪, তোমার নিজের ভিতরের ক্রোধ সংযত রাখাই শ্রেয়। আর সেটা প্রকৃত মানুষের বহিঃপ্রাকাশ।

৫, দেয়ালে পিঠ ঠেকে গেলেও সেখান থেকে উত্তরণের পথ খুজে বের করাটাই কৃ্তিত্ব।

৬, একদিকে বাবা মায়ের খেদমত এবং অন্যদিকে বন্ধুদের সময় দেয়া; এই মধ্যে যদি প্রথমটাকে বেছে নেয়া হয় তাহলে এর থেকে সবচেয়ে বড় সওয়াব আর কিছু হতে পারে না।

৭, জীবনের কোন ক্ষেত্রেই ধৈর্য্যচ্যুতি হওয়া ভাল না।

৮, আপনি জীবনে কোন মানুষের কোনরকম ক্ষতি না করলে আপনাকেও কেউ ক্ষতি করবে না।

৯, বাবা মা তুলে কাউকে গালি দেয়া মানে সেই গালি আপনার কাছে এসেই আঘাত করা।

১০, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। এটাই হল নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভাল গুণ।

১১, জীবনের খুব কঠিন সময়ে নিজের উপর আস্থা হারাবেন না। বিশ্বাস রাখুন নিজের উপর।

১২, আপনার জীবনটা শুধু কালো অন্ধকার পথ দিয়েই ঘেরা। সেখানে আছে শুধু হতাশা, ক্লান্তি, মুক্তি পাওয়ার অবিরাম ইচ্ছে, জীবন সংগ্রান, কষ্ট, বেদনা। এতকিছুর পরও যে এই সময়টাতে ভালমত উতরে যেতে পারে সেই বিজয়ী। সেই কালো অন্ধকার ভেদ করে একটা সময় ঠিকই সে আলোর দেখা পায়। হোক সেটা ক্ষীণ, কিন্তু তার মাহাত্য অপরিসীম।

১৩, অনেকসময় আপনার একটু সুন্দর হাসি বদলে দিতে পারে চারপাশের পরিবেশ।

১৪, জীবনে কোন ভুল করলে সেই ভুলের জন্য কাউকে ক্ষমা করতে পিছপা হবেন না।

১৫, দাম্ভিকতা নিয়ে চলার মাঝে কোন কৃ্তিত্ব নেই।

১৬, টাকা পয়সাই জীবনের সবকিছু নয়। শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালবাসা এগুলোর থেকে বড় আর কিছু নেই।

১৭, আপনি কাউকে ভালবাসলে সেও যে আপনাকে ভালবাসবে তার কোন নিশ্চয়তা নেই।

১৮, নিজের স্বামীকে / স্ত্রীকে সবটুকু দিয়ে ভালবাসুন। কখনো তার প্রতি সন্দেহ পোষন করবেন না। বিশ্বাস থাকাটা জরুরি।

১৯, কখনো নিজের স্ত্রীর অধিকার এবং একইসাথে আপনার মা এর অধিকার; এই দুটোকে একসাথে দেখতে যাবেন না। দুটোই আলাদা।

২০, আত্যহত্যা কারো জীবনে কোন ফলাফল নয়।

 

বিঃদ্রঃ গুগল মামার থেকে ধার হিসেবে নেয়া

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ