করোনা ছুটির তৃতীয় দিনে

কামাল উদ্দিন ২৯ মার্চ ২০২০, রবিবার, ০৬:২২:৩১অপরাহ্ন সমসাময়িক ২১ মন্তব্য

ডিসপেনসারির মালিক আমার সাথে হাত মেলাতে চাইল, গ্রামের ভাষায় ওদেরকে আমরা ডাক্তার বলেই ডাকি। আমি বললাম ডাক্তার আপাতত হাত মেলানো যাবে না। সে তার সুরমা মাখা চোখ তুলে আমার দিকে গভীরভাবে তাকিয়ে বললো আল্লাহকে ভয় করো, করোনাকে নয়। আমি বললাম তাহলে তো তোমার না খেয়ে থাকতে হবে, সবাই যদি আল্লাহকে ভয় করে মসজিদে গিয়ে আল্লাহর কাছেই সব সমাধান নিয়ে আসে তাহলে তুমি কাকে বলবা প্যারাসিটামল দুই বেলা। ডাক্তার তার বড় সুন্নতি চুলগুলো কানের পেছনে গুটিয়ে আরো কিছু বলতে চাইল, কিন্তু আমি পা চালালাম উল্টো দিকে।

তিনশত পঞ্চাশ টাকার এক প্যাকেট হ্যান্ড গ্লাভস্ গত সপ্তায় কিনেছিলাম পাঁচশত টাকায়। ওগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার কিনতে গিয়ে ভালোই হোচট খেলাম। ওর কাছে নাই, কিন্তু অন্য একটা ঠিকানা বলে জানিয়ে দিলো দাম পড়বে তেরশত টাকা। আর হেক্সিসল তো কোথাও পেলামই না। ভেবে দেখলাম করোনা সবার জন্য খারাপ খবর নিয়ে আসেনি।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ