
একা এই আমি
হাজার স্বজন আপনার কোনজন বোঝা বড়োই দায়,
সময় গেলে চিনার ভুলে করতে হবে হায় হায়।
কোথায় কখন কার তরে বিলীন করে সব
আসল স্বজন সপ্তাকাশে সে যে আমার রব।
শূন্য হাতে এসেছি ভুবনে যাবো শূন্য হাতে,
কোনো একদিন হয়ত আর জাগবো না প্রাতে।
কিসের অং শুধুই ভড়ং মিথ্যে ভবের মায়া,
হয়তোবা আর কোনোদিনও পড়বে মোর ছায়া।
নিঃশ্বাসের আশ মিছে হতাশ কি করি নেই ঠিক
সব হারায়ে মুক্ত আমি শূন্য দিকবিদিক।
৫টি মন্তব্য
হালিমা আক্তার
একদম সত্যি, একজন ই আপনজন। তিনি আল্লাহ।
ফারজানা তৈয়ূব
ধন্যবাদ দোস্ত
মোঃ মজিবর রহমান
একাকিত্ব ঘুচুক, বন্ধুত্ব বাড়ুক আল্লাহরন প্রেমে।
শত ভুলেও দিয়ে যায় ক্ষমা।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাপূর্ণ প্রকাশ কবি আপু
হালিম নজরুল
আসি একা, যাই একা।