একলা নারীর কষ্ট সময়

সুলতানা সোনিয়া ১১ অক্টোবর ২০১২, বৃহস্পতিবার, ০২:২২:২০অপরাহ্ন বিবিধ ৯ মন্তব্য

কত প্রহর অপেক্ষায় কেটেছে
একটু হাতের স্পর্শ পাওয়ার...একটু সঙ্গ পাওয়ার...
কত ইচ্ছেকে অঙ্কুরেই গলা টিপে মেরেছি...!
কখনো মেঘলা দিনে মন বিষণ্ণ করে থেকেছি ..
চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেবেছি
ইস ! কেউ যদি এসে পাশে দাঁড়াত ! কাঁধে হাত রাখতো !
বৃষ্টির দিনে দুহাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দেখেছি...
রিমঝিম বৃষ্টির শুভ্র নাচ দেখেছি জানালায় দাঁড়িয়ে !
মন ভালো করা মুহূর্ত কিংবা খারাপ করা সময়ে একা একা,
চুপ করে বসে থেকে ভেবেছি ,,,,,,,,,,,তার কথা ! তাহার কথা !
কতোবার ঝলসে ঝলসে আবার জেগে উঠেছি !
ভেবেছি কেউ নদী হয়ে শিতল করবে আমায় !
এক একটা একলা বসন্ত আমি আমার খোঁপার ভাজে জমিয়ে রেখেছিলাম ,
ভেবেছিলাম কোন এক ভরা পূর্নিমার রাতে ,
সে এসে আমার খোঁপার বাঁধন আলগা করবে!
কবিতার পাতাগুলো রেখে দিয়েছি মলাটের ভাজে,
ভেবেছি পাশে বসে কবিতা শোনাবো তাকে !!
তেপান্তর আর সাত সমুদ্র পেরিয়ে সুখ খুঁজে ফিরেছি ,
ভেবেছি এইবার বাঁধবো ঘর !!
একলা নারীর কষ্ট কথন কেউ দেখেনি,
কেউ বুঝেনি.কেউ শোনেনি !
এখন আর অপেক্ষা করিনা কারো জন্য ।
এখন আর অপেক্ষার ইচ্ছা জাগেনা মনে !!
এখন সব ইচ্ছেরা মাটি চাপা পরে গেছে আত্মহননের জন্য

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ