আলাপন

রিতু জাহান ১৫ জুন ২০২২, বুধবার, ১১:২৩:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

 

অনুকথনঃ

মস্তপাহাড় ক্ষয়ে ক্ষয়ে পড়ে আছে এক পাথরখণ্ড,,
তা এখন
অবাঞ্ছিত অপ্রয়োজনীয় নিদর্শন চিন্হিত অতি ক্ষৃদ্র ভাষ্কর্য
মোহোকালের এক ভারি বস্তু যেনো।
তাতে অপলক দৃষ্টি ফেলে যে অবয়ব ফোটে তা নিজেরই প্রতিচ্ছবি।
যে দৃষ্টিতে পলক নেই,,
নির্বাক স্থির ঠায় দাঁড়িয়ে থাকা।
তার মতো আমার অন্তরআত্মার সকল আবেগ ক্ষয়ে গেছে একটু একটু।
পার্থক্য শুধু
আমায় অপলোক দেখার সে গল্প লেখক নির্মাতা নেই।

কবে যেনো কোনো এক বরষা স্নিগ্ধ রাতে
খুব করে চেয়েছিলাম
কারো অন্তরের অন্তরীক্ষে  ছায়াসুনিবিড় শান্ত এক নীড় হোক
শুধু আমার তরে,,
একদিন সেখানে স্নানান্তে শ্বেত মসলিন শাড়ি জড়িয়ে,
তসাদা বেলিতে সাজাব নিজেকে,,
তার চরণরেণু ছোঁয়াব শিরোদেশে।
পরম মমতায় সেথা আশীর্বাদের হাত রেখে
কপালজুড়ে অধরামৃত চিহ্ন এঁকে
গভীর দীর্ঘ আলাপনে রাতের এক এক প্রহরে তীরতীরে বাতাস মেখে জড়িয়ে রাখবে আমায়।
শুধু আমায় দেখবে অপলক।

,,জাহান,, রংপুর
#আমার_লেখা

৩১১জন ২০৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ