এখানে ক্লিক করুন, গানটি শুনুন চোখ বন্ধ করে।বাশির সুরে যদি উদাস হন তবে আবার ক্লিক করে গানটি শুনতে থাকুন,চোখ খুলে গানের কথা পড়ুন,ভালো লাগবে আশা করি 🙂
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়।
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয় বন্ধুরে।।
কদম ডালে বইসারে বন্ধু
ভাঙ্গ কদম্বের আগা।
শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে।।
তমাল ডালে বইসারে বন্ধু
বাজাও রঙের বাঁশি।
সুর শুনিয়া রাধার মন
হইলো যে উদাসি রে।।
ভাই বেরাদার রমণ বলে
মনেতে ভাবিয়া।
নিভা ছিল মনের আগুন
কে দিল-ই জ্বালাইয়া রে।।
কি যে হলো আমার,রাধারমন থেকে কোথাও যেতে পারছিনা।এমন যদি কেউ গাইত আমার জন্য জীবন ধন্য হয়ে যেত আমার।কেবল দেখার জন্য কত আকুতি 🙁
Thumbnails managed by ThumbPress
২৯টি মন্তব্য
অনিকেত নন্দিনী
এই গানগুলিতে হয়তো অদৃশ্য চুম্বক আছে। নইলে এমন করে টানে কিভাবে?
শিশির কনা
খুবই টানে আপু। আমার বন্ধুরা হাসে আমি এমন গান শুনি তাই 🙁
জিসান শা ইকরাম
ক্লিক করে চোখ বন্ধ করেই গানটি শুনলাম
গানটি আগে শোনা হয়নি।
গানের মাঝে ঢুবে যাবার মতই গান এটি।
ধন্যবাদ আপনাকে।
এই গানে মজে গেলে অন্য কিছু ভালো না লাগরই কথা।
আরো পোষ্ট চাই এমন।
শিশির কনা
আমি পুরাই মজে গিয়েছি ভাইয়া 🙂
হিলিয়াম এইচ ই
গান শেখার সময় রাধারমণ এর গান চর্চা করতাম।
মনে করিয়ে দিলেন। 🙂
শিশির কনা
ভাইয়া কি গান জানেন নাকি? দু একটি গান শুনালেও পারতেন 🙂
হিলিয়াম এইচ ই
সময় পেলে শুনাবোনি 🙂
শিশির কনা
অপেক্ষায় থাকলাম 🙂
শুন্য শুন্যালয়
এ গানগুলো আসলেই অন্যরকম, শুনতেই ইচ্ছে করে শুধু। গান শুনতে গিয়েই মনে হয় আমাদের ভুলে যাওয়া সহজ হয়েছে?
শিশির কনা
সময় পাইনা আপু,জানেনই তো ফাইনাল ইয়ারে কত পড়াশুনা।বেঁচে আছি এই তো ভাগ্য 🙁
ছাইরাছ হেলাল
রাধারমণ আমার প্রিয়, অনেক বার শুনলাম।
অনেকদিন পর হলেও সময় দিলেন দেখে আনন্দিত।
শিশির কনা
নিয়মিত থাকার ইচ্ছে থাকলেও পারছি না ভাইয়া।পরীক্ষা ফাইনাল ইয়ার।
আশা জাগানিয়া
এই গান আপনি শুনেন?এতো আমাদের দাদিমা নানিমা শুনেন।আপনি কি দাদিমা আমাদের?গানের কথাগুলো সুন্দর।
শিশির কনা
ধরে নিন আমি আপনাদের দাদি মা ই 🙂
প্রজন্ম ৭১
ডাক্তার হয়ে এমন গান রুগীদের শুনাবেন,রোগ ভালো হয়ে যাবে।
শিশির কনা
ভালো বুদ্ধি দিলেন তো 🙂
লীলাবতী
কতমাস পরে এসে রাধারমন।আপনার উদ্দেশ্যেই তো এই গান গাইতে হবে আমাদের 🙂
শিশির কনা
:p :p কি করবো,সময়ের সংকট চলছে 🙁
ব্লগার সজীব
রাধারমন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন মনে হচ্ছে 🙂 শুভ পড়াশুনা -{@
শিশির কনা
হয়ে গিয়েছি তো -{@
নীলাঞ্জনা নীলা
এত্তোদিন পর আমাদের গানের নদীতে জোয়ার এলো। এভাবে কিন্তু চলবে না। হুম! বলে রাখলাম। দেরী হলে :@ করবো।
তবে এমন পোষ্ট পেয়ে -{@ টাও দিলাম।
শিশির কনা
চেষ্টা তো করি।সব দোষ সময়ের -{@ -{@
খেয়ালী মেয়ে
এমন গান খুব একটা শোনা হয় না–তবে সোনেলাতে এসে আপনাদের কল্যাণে এমন গান শোনা হচ্ছে…ধন্যবাদ শেয়ার করার জন্য…
শিশির কনা
এসব বুড়ো বুড়িদের গান 🙂 ধন্যবাদ আপনাকে -{@
অরণ্য
শিশির কনা, নিজেকে দেখে রাখুন। ইউ আর অলমোস্ট গন। 😀
টেক ইট ইজি, লিমকা! তবে ঘোরটা বেশ গাঢ় মনে হচ্ছে। ঘোর হালকা করতে ইন্সট্রুমেন্টাল কিছু বেছে নিতে পারেন।
শিশির কনা
অলমোস্ট গন! 😀 হালকা করতে পারিনা রে ভাইয়া -{@
ইমন
ভালো লাগায় ভরে গেলো মন। ধন্যবাদ আপনাকে। -{@
শিশির কনা
ভালো লাগাতে পেরে ধন্য হলাম।আপনাকেও -{@
হতভাগ্য কবি
🙂