আংশিক রঙিন

কামাল উদ্দিন ৬ নভেম্বর ২০১৯, বুধবার, ০১:০৩:৪৯অপরাহ্ন ছবিব্লগ ২৭ মন্তব্য


ছোট বেলায় সাদা কালো সিনেমা দেখতাম, এক সময় শুরু হয়েছিলো আংশিক রঙিন সিনেমা। আংশিক রঙিন সিনেমায় বিশেষ করে গানের অংশ টুকু রঙিন হতো। আর সেই আংশিক রঙিন ছবি দেখতে মন খালি ছটফট করতো। কিছুদিন আগে আমার প্রিয় এক ফটোগ্রাফার ফেজবুকে আংশিক রঙিন একটা ছবি দিয়েছিল। ছবিটা এতো চমৎকার ছিলো যে, আম তার প্রেমে পড়ে যাই। আমি যার কাছে ফটোশপের দীক্ষা নিয়াছি তাকে বিষয়টা বললাম। সে আমাকে কিছুটা রেসিপি দিল, আর আমিও আনকোরা হাতে একটা আংশিক রঙিন ছবি ব্লগ পোষ্ট দিয়ে দিলাম। এবার আপনাদের উপর দায়িত্ব কেমন লাগলো সেটা বলার।


(২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।


(৩) কলকাতার হাওড়া থেকে তোলা ছবি।


(৪) বেলের ফেরিওয়ালা, নরসিংদীর জিনারদী থেকে তোলা ছবি।


(৫) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।


(৬) নাম না জানা এই ফুলের ছবি তুলেছি ভুটানের রাজধানী থিম্পু থেকে।


(৭) মা ও শিশু, বান্দরবানের সুংসাং পাড়া থেকে তোলা ছবি।


(৮) পাতিল ভরা নাও, আড়াই হাজারের গোপালদী থেকে তোলা ছবি।


(৯) কাশ্মীরি আপেল, ভারতের কাশ্মীর থেকে তোলা ছবি।


(১০) ঈসাখাঁর রাজধানী সোনারগাঁ।


(১১) প্রজাপতি বান্দরবান থেকে তোলা ছবি।


(১২) চাই ভরা নৌকা, এই ছবিটা সম্ভবত কুমিল্লার কোন এলাকা থেকে তুলেছিলাম।


(১৩) বান্দরবানের একটা পাহাড়ি গ্রাম।


(১৪) ছোট বসন্ত বসন্তবাউরি পাখি, নরসিংদীর জিনারদী গ্রাম থেকে তোলা ছবি।


(১৫) এই ফুলটারও নাম জানিনা। কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।


(১৬) শিলাইদহে রবি ঠাকুরের কুঠি বাড়ি।


(১৭) মাস্টার সাহেব স্কুল থেকে বাড়ি ফিরছেন, নরসিংদীর আমীরগঞ্জের ট্রেন ব্রীজ থেকে তোলা ছবি।


(১৮) শালুক ফুল, কুমিল্লার নাঙ্গলকোট থেকে তোলা ছবি।


(১৯) এই ছবিটা তুলেছি হবিগঞ্জের শাহজি বাজার আর শায়েস্তাগঞ্জ স্টেশনের মাঝামাঝি কোন একটা এলাকা থেকে।


(২০) বান্দরবানের নীলগীরিতে আমি নিজে 😀

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ